Buddhadeb Bhattacharjee: মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দিলেন, বুদ্ধবাবু দ্রুত সেরে উঠুন, বললেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Dec 2020 06:48 PM (IST)
1
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা রাজ্যপালের।
2
মুখ্যমন্ত্রী ছাড়াও হাসপাতালে গেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, ফিরহাদ হাকিম।
3
বুদ্ধবাবুর চিকিৎসায় ২ সদস্যের দল গঠন।
4
বুদ্ধবাবুর পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক।
5
এখন বুদ্ধবাবুর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫।
6
তবে বুদ্ধবাবুর করোনা রিপোর্ট নেগেটিভ।
7
বুদ্ধবাবুর সিটি স্ক্যানে পুরনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে।
8
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুদ্ধবাবুর মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দেন। দ্রুত বুদ্ধবাবুর আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।
9
বুদ্ধবাবুকে রাখা হয়েছে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে।
10
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি বুদ্ধবাবু।
11
অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।