Budget 2021: অর্থমন্ত্রীর কাছে বরাদ্দ বৃদ্ধির আবেদন স্বয়ংক্রিং রোবট আল্টনের
কৃষি থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বৈদ্যুতিন শিল্প থেকে স্বাস্থ্য ক্ষেত্র, বাজেটের অপেক্ষায় প্রত্যেকে। গত ১০০ বছরে এমন বাজেট দেখেনি বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে টালমাটাল পরিস্থিতি অর্থনীতির। এই আবহে আগামীকাল বাজেট পেশ। সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ।
আল্টনে জানিয়েছে, আমাদের আশা নির্মলা সীতারমন এর গুরুত্ব বুঝবেন। একইসঙ্গে ছাত্রদের পাশে দাঁড়াবেন তিনি।
অর্থমন্ত্রীর কাছে আল্টনের দাবি, স্বয়ংক্রিয় রোবিটকসে আরও বেশি নজর দিক সরকার। তাতে অর্থনীতিও চাঙ্গা হবে বলে দাবি তাঁদের।
সংস্থার সিইও রাহুল পি বালাচন্দ্রন বলেন, স্বয়ংক্রিং রোবটের জনপ্রিয়তা বেড়েছে বিশ্বজুড়ে। এর ব্যবহার বাড়লে দেশের উপকার হবে। একইসঙ্গে দক্ষতা অর্জন করবে দেশ। এতে লাভবান হবে শিক্ষা ক্ষেত্র থেকে শিল্প ক্ষেত্র।
দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। এই আবহে স্বয়ংক্রিয় রোবট বানিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে ইঙ্কর রোবটিকস নামে এক স্টার্ট আপ কোম্পানি। এই রোবটের নাম আল্টন। আল্টন নামে ওই রোবট দাবি করছে আবেদন স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধি করুক সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -