2022 Hyundai Venue Facelift: ঝাঁ-চকচকে ডিজাইন-লুক, তাক লাগাচ্ছে হুন্ডাইয়ের নতুন ভেনু ফেসলিফট
নতুন ভেনু ফেসলিফট ২০২২ গাড়ি লঞ্চ করেছে হুন্ডাই সংস্থা। লঞ্চের পর থেকেই চর্চায় রয়েছে এই গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগের থেকে আরও অনেক ঝকঝকে দেখতে হয়েছে ২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট সাবকমপ্যাক্ট এসইউভি।
গাড়ির ভিতরের অংশ বা কেবিনে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন প্রযুক্তি। এর মধ্যে প্রথমেই নজরে আসবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এখানে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবেন চালক।
এই গাড়িতে থাকছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন,যা আগেও ছিল। তবে ইনফোটেনমেন্ট সিস্টেমের লুক পরিবর্তন হয়েছে। BlueLink প্রযুক্তি রয়েছে এখানে।
গাড়ির চালকের আসনেও যুক্ত হয়েছে নতুন অনেক আপডেটেড ফিচার। তার সঙ্গে পুরনো ফিচার যেমন- ইলেকট্রিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, রেয়ার ক্যামেরা ডিসপ্লে, এয়ার পিউরিফায়ার এবং আরও অনেক কিছুই রয়েছে।
আগের মডেলের মতোই ইঞ্জিন রয়েছে নতুন গাড়িতে। ১.২ লিটারের পেট্রোল, ১ লিটারের টার্বো পেট্রোল এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে।
হুন্ডাইয়ের নতুন গাড়িতে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে। এছাড়াও ভয়েস কম্যান্ড এমবেড করা রয়েছে যা ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
হুন্ডাই ক্রেটা গাড়ির সঙ্গে নতুন ২০২২ ভেনু ফেসলিফটের বেশ কিছু মিল রয়েছে। চারটি স্পোকের স্টিয়ারিং হুইল রয়েছে যা আগের তুলনায় দেখতে অনেক স্মার্ট, ঝকঝকে। এছাড়াও রয়েছে ডুয়ালটোন ডিজাইন।
২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট গাড়ির ১.২ লিটার পেট্রোলের দাম ৭.৫৩ লক্ষ টাকা। তবে টার্বো পেট্রোল ইঞ্জিন মডেলের দাম ৯.৯৯ লক্ষ থেকে ১২.৫৭ লক্ষ টাকার মধ্যে। ডিজেল ইঞ্জিনের মডেলের দাম ১০ থেকে ১২.৫ লক্ষ টাকার মধ্যে।
২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট- এই গাড়ির ভিতরের জায়গাও রয়েছে যথেষ্ট পরিমাণে। এটি একটি আরামদায়ক চার আসনের গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -