2022 Hyundai Venue vs Kia Sonet: সামান্য হলেও ফারাক রয়েছে এই দুই গাড়িতে, দেখে নিন একনজরে
বর্তমানে হুন্ডাইয়ের নতুন ভেনু (2022 Hyundai Venue) এবং কিয়া সনেট (Kia Sonet)- এই দুই গাড়ির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা চলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুটো গাড়িই চার মিটারের থেকে কম বিভাগের এসইউভি। এই দুই গাড়ির মধ্যে রয়েছে আরও অনেক মিল। তবে এবার দেখে নেওয়া যাক হুন্ডাই এবং কিয়ার এই দুটো এসইউভি মডেলের মধ্যে কী কী ফারাক বা পার্থক্য রয়েছে।
কিয়া সনেট গাড়ি কিছুটা চওড়া। কারণ হুন্ডাই ভেনু গাড়ি ১৭৭০ মিলিমিটার চওড়া। অন্যদিকে কিয়া সনেট গাড়ি ১৭৯০ মিলিমিটার চওড়া।
কিয়া সনেট গাড়িতে বড় টাচস্ক্রিন রয়েছে। অন্যদিকে ভেনু মডেলে অনেক বেশি কানেক্টেড কার ফিচার রয়েছে। আবার কিয়া সনেট গাড়িতে ফ্রন্ট পার্কিং সেনসরও রয়েছে।
২০২২ হুন্ডাই ভেনু গাড়ির দাম ৭.৫ লক্ষ টাকা থেকে ১২.৭ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে কিয়া সনেট গাড়ির দাম ৭.৪ লক্ষ টাকা থেকে ১৩.৭ লক্ষ টাকার মধ্যে।
২০২২ হুন্ডাই ভেনু হোক বা কিয়া সনেট- দু’টি গাড়িই ফিচারের দিক থেকে গ্রাহকদের চমক দেওয়ার জন্য অনেক কিছু রেখেছে। তবে খুব সামান্য হলেও ফারাক রয়েছে।
গাড়ির ভিতরের জায়গার নিরিখে হুন্ডাই ভেনু ২০২২ মডেলে পিছনের সিটের ক্ষেত্রে অনেকটা জায়গা রয়েছে। এই সিট আবার হেলানোও যাবে। এই ফিচার কিয়া সনেট গাড়িতে নেই।
ক্রেটা বা সেলটসের ইন্টিরিয়র ডিজাইনের সঙ্গে মিল রয়েছে ২০২২ হুন্ডাই ভেনু বা কিয়া সনেট গাড়ির ভিতরের ডিজাইনের। সনেট গাড়িতে সেলটস ভ্যারিয়েন্টের মতো chrome switches রয়েছে। অন্যদিকে ভেনু গাড়িতে ক্রেটার মতো স্টিয়ারিং হুইল এবং এয়ার পিউরিফায়ার রয়েছে।
নতুন ভেনু গাড়িতে যুক্ত হয়েছে একটি হাল্কা এবং রঙিন upholstery। এর সাহায্যে গাড়িতে ভালভাবে আলো-বাতাস খেলবে। কিয়া সনেট গাড়িতে এই ফিচার নেই।
দুটো গাড়ির দৈর্ঘ্য একই- ৩৯৯৫ মিলিমিটার। তবে উচ্চতার দিক থেকেই হুন্ডাই ভেনু মডেলের উচ্চতা কিয়া সনেট গাড়ির থেকে বেশি। হুন্ডাই ভেনু ১৬১৭ মিলিমিটার উঁচু। আর কিয়া সনেট ১৬১০ মিলিমিটার উঁচু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -