Volkswagen Virtus : স্পোর্টিলাইন দেখে মনে হবে লাক্সারি কার, কী গাড়ি আনল ফক্সওয়াগন ?
লঞ্চ হওয়ার পর থেকেই Volkswagen Virtus ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। ভারতের বাজারে এই মিড সাইজ সেডানের ২ টি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। যার মধ্যে ডায়নামিক লাইন ও পারফরম্যান্স লাইন দিয়েছে ফক্সওয়াগন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পারফরম্যান্স লাইনের মধ্যে আবার রয়েছে স্পোর্টস ভ্যারিয়েন্ট জিটি। যা গাড়ির সবথেকে আকর্ষণীয় মডেল বলা যেতে পারে। এই মডেলে আরও আক্রমনাত্মক স্টাইলিং দুর্দান্ত ফিচার দিয়েছে কোম্পানি। একবার গাড়ি দেখলেই আপনার নজর কাড়বে এই সেডান।
ফক্সওয়াগনের এই সেডান Virtus আয়তনে বড়। 4651 মিমি দৈর্ঘ্যের সঙ্গে দেখতেও বেশ লম্বা। মিডসাইজ সেডান সেগমেন্টে দীর্ঘতম সেডান এই গাড়ি। GT লাইনে আপনি সাধারণ চেহারার পরিবর্তে বেশি স্পোর্টি লুক পাবেন। নকশাটি ভক্সওয়াগেন রেঞ্জের মধ্যে অনেক বেশি আক্রমণাত্মক।
ফ্রন্ট-এন্ড বিশেষ করে হেডল্যাম্পের সাথে শার্প ফগল্যাম্প দেওয়া হয়েছে। যার একই সারিতে পাবেন ক্রোমলাইনের গ্রিল। ভক্সওয়াগেন ডিজাইনটি সবসময় গাড়িতে একটি নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করে। পিছনের টেল-ল্যাম্পেও পাবেন নতুনত্বের ছোঁয়া।
চেরি লাল রঙের জিটি ভ্যারিয়েন্টে কালো রঙের চাকা গাড়িতে অন্য মাত্রা যোগ করে। পাশ থেকে দেখলে গাড়ি দৈর্ঘ্যে অনকটাই বড় দেখায়। ডুয়ালটোন ব্ল্যাক রুফ, রেয়ার স্পয়লার, কালো ORVM ও কালো 16 ইঞ্চি অ্যালোয় গাড়িকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলে।
ড্যাশবোর্ড দেখলেই এর মধ্যে একটা স্পোর্টি জার্মান অথচ মার্জিত আদল লক্ষ্য করবেন। এর ডিজাইন অনেকটাই টাইগুনের মতো। GT সিট, অ্যালুমিনিয়াম প্যাডেলগুলিতে লাল সেলাই করা রয়েছে।
গাড়ির কেবিনে লাল অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে। GT ড্যাশবোর্ডেও লাল অ্যাকসেন্ট দেখতে পাবেন। একটি 8 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি 10 ইঞ্চি টাচ স্ক্রিন থাকায় এটি যে ফক্সওয়াগনের গাড়ি তা আর বুঝতে অসুবিধা হয় না।
গাড়িতে পাবেন বৈদ্যুতিক সানরুফ, কুল গ্লাভবক্স, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, ওয়্যারলেস চার্জিং, ক্লাইমেট কন্ট্রোল, পার্কিং সেন্সর সহ রেয়ার ভিউ ক্যামেরা, কানেক্টেড কার টেকনোলজি, ভেন্টিলেটেড ফ্রন্ট লেদার সিট, পাঁচটি অ্যাডজাস্টেবল হেডরেস্ট, অটো হেডল্যাম্প, 6টি এয়ারব্যাগ, ইএসসির মতো প্রচুর বৈশিষ্ট্য। লম্বা যাত্রীদের জন্য পর্যাপ্ত লেগরুম, হেডরুম সহ Virtus-এর পিছনে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। সেডানে পাবেন বিশাল 521 লিটারের বুট।
GT 1.5 TSI টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে পাওয়া যাবে এই গাড়ি। যা 150bhp/250Nm টর্ক জেনারেট করে। এতে একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে, যার টপ-এন্ড ভেরিয়েন্টগুলির পাশপাশি এতে একটি DSG স্বয়ংক্রিয় 7-স্পিড গিয়ারবক্স রয়েছে।
প্যাডেল শিফটারও রয়েছে গাড়িতে। যা ম্যানুয়াল নিয়ন্ত্রণে নিয়ে আসে যায়। আমরা তাইগুনের সাথে এই ইঞ্জিনটি দেখেছি । এটি ভাল পারফরম্যান্সের সাথে দ্রুত পিক আপ তুলতে সক্ষম। সেডানে, আমরা আশা করি Virtus GT গাড়ি চালানোর জন্যও মজার অভিজ্ঞতা দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -