2023 Hero Karizma: দেখে মনে হবে বিদেশি বাইক, হিরো আনল এই মডেল, দেখে নিন ছবি
দীর্ঘ অপেক্ষার পর নতুন 2023 Hero Karizma প্রকাশ্যে আনল Hero MotoCorp। নতুন Karizma XMR স্পোর্টস বাইকটির (Auto) দাম রাখা হয়েছে ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এটি বাইকের প্রাইমারি প্রাইস। পরে এর দাম ১০ হাজার টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি আপনার বাড়িতে নতুন Karizma XMR আনতে চান তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩০০০ টাকার টোকেন মানি দিয়ে বুক করতে পারেন। এই স্পোর্টস বাইকটি একটি সম্পূর্ণ-লোডেড ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যাতে তিনটি রঙের বিকল্প পাওয়া যায় - ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো এবং ম্যাট রেড।
2023 Hero Karizma একটি লিকুইড-কুলড DOHC, 210cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাবে। যা 9,250rpm-এ 25.5bhp ও 7,250rpm-এ 20.4Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে৷ এই ইঞ্জিনটি একটি নতুন 6-স্পিড গিয়ারবক্স পাচ্ছে।
হিরো এখনও বাইকের অফিসিয়াল মাইলেজের পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে এটি প্রায় 32 kmpl মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে। 2023 Hero Karizma-এর সর্বোচ্চ গতি 140 kmph।
হিরো করিজ্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এতে নতুন প্রজন্মের একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন ক্রেতা। সঙ্গে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, একটি স্লিপ অ্য়ান্ড অ্যাসিস্ট ক্লাচ, একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ছাড়াও রয়েছে হিরোর ইঞ্জিন স্টার্ট/স্টপ প্রযুক্তি। এ ছাড়াও XSense-এর মতো বৈশিষ্ট্যগুলিতে সাজানো হয়েছে এই বাইক।
Karizma XMR অতীতের Karizma থেকে ডিজাইনের আদল নিয়েছে। কিন্তু এখন এটি একটি স্পোর্টি এবং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন পায়। যা সেগমেন্টে প্রথম। Karizma XMR ডুয়াল-চ্যানেল ABS সহ একটি রেয়ার ডিস্ক সহ একটি স্প্লিট সিট সেট-আপ পাচ্ছে।
আমরা যদি প্রতিযোগিতার কথা বলি তাহলে Hero Karizma XMR 210 Suzuki Gixxer SF250 এবং Yamaha R15 V4 এর মত বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে হিরোর এই স্পোর্টস বাইক।
তবে শুরু হিরো নয়, শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বেশকিছু নতুন বাইক। যার মধ্য়ে সবার আগে নাম রয়েছে নতুন রয়্যাল এনফিল্ড বুলেটের। ১ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা এই বাইকের। যা নিয়ে রয়্যাল এনফিল্ড ফ্যানদের মধ্যে আগ্রহের শেষ নেই।
আগে জেএমআর আনলেও সেভাবে চলেনি এই বাইক। তাই বাইক উৎসাহীদের মধ্যে এই মডেল ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
হৃত্বিক রোশন হয়েছেন এই বাইকের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বা বিপণন দূত। ফলে এই বাইক ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে বাইক বাজারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -