2023 Royal Enfield Bullet 350: নতুন অবতারে এল রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০, দেখে নিন ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের বাজারে এল ২০২৩ সালের রয়্যাল এনফিল্ড ৩৫০। পুরনো আদল বজায় রেখেই আনা হয়েছে এই বাইক (Bikes)। নতুন ফেয়ারিংয়ের সঙ্গে বাইকে হয়েছে আরও কিছু পরিবর্তন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরয়্যাল এনফিল্ডের পুরনো আদল বজায় রেখেই তৈরি করা হয়েছে নতুন এই মডেল। দেখলে খুব একটা বড় পরিবর্তন দেখা যাবে না বাইকে।
প্রতিশ্রুতি মতোই কোম্পানির জে প্লাটফর্মে তৈরি করা হয়েছে এই বাইক। যেখানে ইঞ্জিনের পাশাপাশি প্লাটফর্ম বদলে হয়েছে বাইকের। তবে আগের লোগো বজায় রেখেছে কোম্পানি।
নতুন রয়্যাল এনফিল্ডের বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৭৩ লাখ টাকা। এখানে মাঝের ভেরিয়েন্ট কিনতে আপনাকে খরচ করতে হবে ১.৯৭ লক্ষ টাকা। তবে এবার টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে নতুন রং নিয়ে এসেছে কোম্পানি।
এবার টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে নতুন রং নিয়ে এসেছে কোম্পানি। যার এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ২.১৫ লক্ষ টাকা।
আসলে রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতোই দেখতে হয়েছে এই বাইক। তবে এখানে পুরনো আভিজাত্য বজায় রাখতে স্পোক হুইলই রেখে দিয়েছে কোম্পানি।নতুন প্রজন্মের জন্য অ্যালোয় হুইল রাখা হয়নি বাইকে।
আগের ৩৪৯ সিসির ইঞ্জিনই রাখা হয়েছে রয়্যাল এনফিল্ডের নতুন বুলেট ৩৫০ -তে। তবে রিফাইনমেন্টের ক্ষেত্রে পাবেন আরও ফাইন টিউনিং।
এখন রয়্যাল এনফিল্ডের এই বাইকের সঙ্গে প্রতিযোগিতা হবে হন্ডার সিবি ৩৫০-র।
তবে বুলেটের ডুগ ডুগ এক্সজস্ট নোট এবার আর পাবেন না ফ্যানেরা। অনেকটাই বদলে দেওয়া হয়েছে এই এক্সজস্ট নোট।
দেখতে পুরনো বুলেটের মতো হলেও কোম্পানির দাবি, একবারে বদলে দেওয়া হয়েছে এই বাইক। প্লাটফর্মের সঙ্গে নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকে। তাই আগের থেকে বদল হয়েছে ইঞ্জিনের জায়গায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -