HRA News: এই কাজ করলে সরকারি কর্মীরা পাবেন না বাড়ি ভাড়া ভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য় বড় খবর। এই নিয়মের বাইরে কাজ করলে পাবেন না বাড়ি ভাড়া ভাতা। সম্প্রতি এমনই নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। জেনে নিন, কী রয়েছে সেই নিয়মে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিয়ে সম্প্রতি বড় খবর সামনে এসেছে। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। এর আওতায় এখন কিছু কর্মচারী বাড়ি ভাড়া ভাতা (HRA)সুবিধা দেওয়া হবে না। আপনিও যদি একজন সরকারি চাকুরীজীবী হন, তাহলে জেনে নিন এর সুফল আপনি পাবেন কি না ?
অর্থমন্ত্রকের ব্যয় দফতরের জারি করা নির্দেশিকা অনুসারে, যদি কোনও কেন্দ্রীয় কর্মচারী এখন বরাদ্দ বাসস্থান অন্য কারও সঙ্গে ভাগ করে নেন, তবে তিনি বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
এর পাশাপাশি, যদি কোনও কেন্দ্রীয় কর্মচারী বাবা-মা, ছেলে, মেয়ের জন্য বরাদ্দ বাড়িতে থাকেন তবে তাঁকে বাড়ি ভাড়া ভাতার সুবিধা দেওয়া হবে না।
যদি কোনও সরকারি কর্মচারী সরকারি কোয়ার্টারে বসবাস করেন, সরকারি বাড়িতে আলাদাভাবে বসবাস করেন বা ভাড়ায় থাকেন, তবে তাঁরা বাড়ি ভাড়া ভাতা পাওয়ার অধিকারী হবেন না।
বাড়ি ভাড়া ভাতা (HRA) দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। সেই ক্ষেত্রে X,Y, Z বিভাগে ভাগ করা হয়েছে। 7ম বেতন কমিশনের অধীনে X শ্রেণির কর্মচারীদের ২৪ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়।
ওয়াই ক্যাটাগরির কর্মীদের ১৬ শতাংশ হারে ও জেড ক্যাটাগরির কর্মীদের ৮ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়
X ক্যাটাগরিতে ৫০ লাখের বেশি জনসংখ্যা সহ এলাকায় বসবাসকারী কর্মচারী রয়েছে। ওয়াই ক্যাটাগরিতে ৫ লাখ থেকে ৫০ লাখের মধ্যে জনসংখ্যা রয়েছে এমন এলাকার কর্মচারী রয়েছে।
সেখানে Z ক্যাটাগরিতে ৫ লাখের কম জনসংখ্যার এলাকায় বসবাসকারী কর্মচারীদের ধরা হয়।
তাই এবার থেকে কেন্দ্রীয় সরকারের বাড়ি ভাড়া ভাতা পেতে মেনে চলুন ওপরে দেওয়া পরামর্শ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -