8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর ! বেতন বৃদ্ধি নিয়ে এই জানাল সরকার

7th pay commission: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সেই আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন গঠনের আশায় ছিলেন তাঁরা।

Money

1/10
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সেই আশায় বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন গঠনের আশায় ছিলেন তাঁরা। যদিও সংসদে কর্মীদের নিরাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
2/10
সংসদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার স্পষ্ট জানিয়েছে, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব আসেনি। প্রশ্নোত্তর পর্বে এই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
3/10
লোকসভায় অর্থমন্ত্রীকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হয়। ১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন বেতন কমিশনের হিসেব কার্যকর হবে কিনা তাও মন্ত্রীর থেকে জানতে চান সাংসদ।
4/10
যার উত্তরে পঙ্কজ চৌধুরী বলেন, ''অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি।''
5/10
এদিন অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য সরকার অনেক পদক্ষেপ নেয়। যেখানে প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা বাড়ানো হয়।
6/10
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, এবারও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নতুন করে ডিএ বৃদ্ধির কথা ভাবতে পারে সরকার। সেরকম হলে শীঘ্রই আসতে পারে সেই সুখবর।
7/10
১৯৪৭ সাল থেকে ১০টি বেতন কমিশন গঠিত হয়েছে। সরকার প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে।
8/10
যার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন ২৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে ইউপিএ সরকার গঠন করেছিল।
9/10
২০০৬ ও ২০১৬ সালে ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছিল। যা মেনে সরকারও বেতন বাড়িয়েছিল।
10/10
অনেকদিন ধরেই অষ্টম বেতন কমিশন নিয়ে আগ্রহ ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনে। এবার সেই প্রশ্নের জবাব পেলেন তাঁরা।
Sponsored Links by Taboola