Aadhaar Update: আধার কার্ড দিয়ে টাকা তোলা যায় ! আগে জানতেন এই বিষয়ে ?

Aadhaar Card

1/10
আধার কার্ড আর কেবল আপনার পরিচয়পত্র নয়, এই কার্ডের মাধ্যমেও তোলা যাবে টাকা। আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম (AePS)-এর মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন আপনি। জেনে নিন, কীভাবে করতে পারবেন এই কাজ।
2/10
আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম (AePS) হল এক ধরনের ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা পেমেন্ট করার জন্য আধার বায়োমেট্রিক যাচাইকরণ সিস্টেম ব্যবহার করে। আধার একটি অনন্য শনাক্তকরণ নম্বর যা ABPS লেনদেন করার জন্য আধার যাচাইকরণের মাধ্যমে পরিকাঠামোর সুবিধা দেয়। এটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
3/10
AePS হল NPCI-এর একটি ব্যাঙ্ক মডেল, যা আধার যাচাই পদ্ধতি ব্যবহার করে যেকোনও ব্যাঙ্কের অনুমোদিত বিজনেস করেসপন্ডেন্ট (BC)-এর মাধ্যমে মাইক্রো ATM/Kiosk/মোবাইল ডিভাইসে অনলাইন লেনদেনের অনুমতি দেয়৷
4/10
এখানে বিজনেস করেসপন্ডেন্টরা (ব্যাঙ্ক অনুমোদিত) সত্ত্বা যারা ব্যাঙ্কের প্রতিনিধিত্ব করে। এদের কাছে গ্রাহক লেনদেনের সুবিধার্থে মাইক্রো এটিএম ডিভাইস দেওয়া থাকে। যার মাধ্যমে আধার কার্ড পেমেন্ট সম্ভব হয়।
5/10
সব আধার লিঙ্কড অ্যাকাউন্টহোল্ডারদের বিভিন্ন ধরনের পরিষেবার দেওয়ার জন্য NPCI এই সুবিধা নিয়ে এসেছে। তবে গ্রাহকের পরিচয় যাচাই ক রার পরই এই লেনদেন সম্ভব।
6/10
যাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে - Aadhaar Enabled Bank Account (AEBA) হোল্ডাররাই AePS পরিষেবাটি ব্যবহার করতে পারবেন৷ সেই ক্ষেত্রে গ্রাহকদের একটি বৈধ আধার নম্বর থাকতে হবে, যার মাধ্যমে তারা অনুমোদিত ব্যাঙ্কের সঙ্গে AEBA সেট আপ করে AePS পরিষেবা উপভোগ করতে পারবেন৷
7/10
AePS হল একটি আর্থিক পরিষেবার প্লাটফর্ম। যা একজন ব্যাঙ্ক গ্রাহককে তার আধার এনাবল্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে ও ব্যালেন্স দেখতে, নগদ তুলতে, বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে পাঠানো টাকার মতো সাধারণ ব্যাঙ্কিং লেনদেনগুলি করতে দেয় । সেই ক্ষেত্রে তার পরিচয় হিসাবে আধার ব্যবহার করলেই কাজ সম্ভব হয়।
8/10
AePS এর অধীনে কী কী পরিসেবা পাওয়া যায় ? ব্যালেন্স দেখা নগদ তোলা নগদ জমা আধার থেকে আধার ফান্ড ট্রান্সফার পেমেন্ট লেনদেন (C2B, C2G লেনদেন) করতে দেয়
9/10
একটি AePS লেনদেন করতে একজন গ্রাহকের কী প্রয়োজন ? আধার নম্বর ব্যাঙ্কের নাম তাদের তালিকাভুক্তির সময় বায়োমেট্রিক ক্যাপচার করা হয়েছে লেনদেনের ধরন (যদি প্রয়োজন হয়)
10/10
এটি গ্রাহককে কোনও ব্যাঙ্কের শাখায় যাওয়ার, কার্ড বহন করা বা পিন/পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন ছাড়াই ডোরস্টেপ ব্যাঙ্কিং ও সাধারণ ব্যাঙ্কিং লেনদেনগুলি করতে দেয়৷ অন্যান্য সুবিধার মধ্যে এটি আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে পণ্য ও পরিষেবা কেনার জন্য ব্যবসায়ীকে আধার নম্বর/ভার্চুয়াল আইডি ও গ্রাহকের বায়োমেট্রিক্স গ্রহণ করার অনুমতি দিয়ে লেনদেনের সুবিধা দেয়৷
Sponsored Links by Taboola