Aadhaar Card: আধার কার্ড হতে পারে আপনার চিন্তার কারণ, কেন জানেন ?
UIDAI: আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে অনেক আর্থিক কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে এই কার্ড না থাকলে সরকারির পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাজেও হতে পারে সমস্যা। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে (Bank Account) আধারের সঙ্গে লিঙ্ক (Aadhaar Pan Link) করাও বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা তুলতে সমস্যা হতে পারে আপনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppCyber Fraud: কী নিয়ে বাড়ছে আশঙ্কা ? আজকাল আধার নম্বর অনেক আর্থিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মানুষের মনে ভয় তৈরি হয়েছে। অনেকেরই প্রশ্ন, প্রতারকদের হাতে আধার নম্বর গেলে কি হ্যাক হতে পারে আমাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।
পাশাপাশি আর্থিক পরিষেবা অ্যাপগুলিতেও কি হানা দিতে পারে জালিয়াতরা। আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকার ফলেই কি হতে পারে জালিয়াতি।
দেশের সর্বভারতীয় এক সংবাদপত্রে IndusInd ব্যাঙ্কের অনিল রাও বলেছেন যে কারও আধার নম্বর জেনেও কেউ সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে না। যতক্ষণ পর্যন্ত স্ক্যানার ডিভাইসে ওটিপি, বায়োমেট্রিক, ফেস আইডি বা আইরিস ব্যবহার না করা হয় ততক্ষণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ।
কিছু মিডিয়া রিপোর্ট বলছে, সাইবার অপরাধীরা প্রপার্টি রেজিস্টার নথি থেকে মানুষের আঙুলের ছাপ কপি করে। তারপরে ইপিএসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তুলে ফেলছে। ২০২২ সালে এর সঙ্গে সম্পর্কিত কিছু ঘটনা সামনে এসেছে। তা থেকেই বাড়ছে আশঙ্কা।
অতীতে আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অ্যাকাউন্ট সাফ করছিল সাইবার অপরাধীরা। এই ঘটনা সামনে আসতেই এখন জালিয়াতদের কৌশলগুলি রুখতে সিস্টেম আপডেট করেছে সরকার।
সুরক্ষা প্রোটোকলগুলির বিষয়েও নতুন করে বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, UIDAI আঙুলের ছাপ-ভিত্তিক আধার যাচাইকরণের সময় জাল আঙুলের ছাপ ব্যবহার করে AePS জালিয়াতি রোধ করতে একটি ইন্টারনাল AI সিস্টেম চালু করেছে।
UIDAI-এর মতে, আপনি যদি আপনার আধার ব্যবহার না করেন তবে আপনি এটি লক করে রাখতে পারেন। আপনি UIDAI এর ওয়েবসাইটে এই বিকল্পটি পাবেন।
আপনি যখনই এটি ব্যবহার করতে চান এটি আনলক করতে পারবেন। এর মাধ্যমে যেকেউ আপনার আধারের অপব্যবহার করতে পারবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -