Vastu Tips: পরিশ্রম করেও টাকা হাতে আসছে না? এই বাস্তু টিপস মানলে হতে পারে সমাধান
বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে- বস্তু মানে যেকোনো বস্তু, মূলত বাস্তু বলতে সব কিছুকেই বোঝায়। বাস্তু কথাটা এসেছে সংস্কৃত শব্দ বস্তু থেকে। শব্দটির অর্থ - যেকোনো সৃষ্টিই হল বাস্তু। আবার বস্তু হল 'ভূ'। অর্থাৎ পৃথিবী। এই পৃথিবীর বুকে সৃষ্টি হওয়া সমস্ত কিছুই বাস্তু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে একবার দেখে নিন আপনি বাস্তুগত ভুল করছেন কিনা। বাস্তুশাস্ত্র মতে, কিছু নিয়ম গ্রহণ করে অর্থ এবং সম্পদ বৃদ্ধি করতে পারে।
কিছু পরিস্থিতিতে অনেক সময় ঋণ নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সেগুলি ফেরত দেওয়ার সময়ই দেখা যায় নানাবিধ সমস্যা।
উত্তর দিকে একটি বড় কাচের বাটি রাখুন এবং এতে রৌপ্য মুদ্রা রাখুন। বাড়ির উত্তর দিকটি কুবেরের দিক বলে মনে করা হয়। এতে অর্থ আগমনের জন্য শুভ।
বাস্তুশাস্ত্র মতে, এই নিয়মগুলি মানলে ধন-সম্পদ কখনও কম হয় না। সর্বদা অর্থের আগমন হতে থাকে।
বাস্তু মতে,অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য বাড়িতে রাখতে হবে বিশেষ কয়েকটি জিনিস। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অর্থ সংকটের মূল কারণ বাস্তুদোষ। এই দোষ কাটাতে না পারলে অর্থহানি হতেই থাকে।
ঘরে বিভিন্ন জিনিসের কারণে অর্থ সংকট তৈরি হতে পারে। আর ঠিক তেমনভাবেই বেশ কয়েকটি জিনিস রাখলে এ সংকট থেকে মুক্তিও পেতে পারেন।
এই প্রতিবেদন তথ্যের ভিত্তিতে লেখা। এবিপি লাইভ এর কোনও তথ্য নিশ্চিত করে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -