Aadhaar Card Free Update: চলতি মাসে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ, কীভাবে করবেন কাজ ?
আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হলে এবার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই ধরনের আধার কার্ডগুলির আপডেট করার পরামর্শ দিয়েছে। যার জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানা উভয়ই প্রয়োজন। এই ক্ষেত্রে আগামী 14সেপ্টেম্বর, 2024 পর্যন্ত রয়েছে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App28 জানুয়ারি 2009-এ প্রথম চালু হয়েছিল এই আধার কার্ড। বর্তমানে আধার কার্ড কেবল আপনার ভোট দেওয়ার নথি নয়। ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সনাক্তকরণ নথিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই কার্ড। এটি PAN কার্ড বা ভোটার আইডির মতো পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করলেও আধার আরও বহুমুখী যেমন ব্যাঙ্কিং, সরকারি ভর্তুকি সহ বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত করা যেতে পারে।
আধার প্রমাণীকরণে আপনার আধার নম্বর, জনসংখ্যা বা বায়োমেট্রিক ডেটা যাচাইয়ের জন্য UIDAI-এর কেন্দ্রীয় পরিচয় ডেটা রিপোজিটরিতে (CIDR) জমা দিতে হয়। আপনার আধার পুনরায় যাচাই করা নিশ্চিত করে যে, আপনার কার্ডের সঙ্গে লিঙ্ক করা তথ্য সঠিক। সেই ক্ষেত্রে আপনার পরিচয় ও প্রয়োজনীয় পরিষেবাগুলি সঠিক আধারের জন্য আপনি সহজেই পাবেন।
UIDAI পুনঃপ্রমাণ করার সময় জমা দেওয়া বিশদ বিবরণগুলি যাচাই করবে তাদের সিস্টেমে ইতিমধ্যে সংরক্ষিত ডেটার সঙ্গে তুলনা করবে। সবকিছু মিলে গেলে আপনার আধার বিবরণ সফলভাবে আপডেট করা হবে। কীভাবে আপডেট করবেন আপনার ?
আধার অনলাইনে আপডেট করার জন্য প্রথমে আপনাকে [myaadhaar.uidai.gov.in](https://myaadhaar.uidai.gov.in) যেতে হবে। আপনার আধার নম্বর এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP ব্যবহার করে লগ ইন করুন।
এবার আপনার প্রোফাইলে প্রদর্শিত আপনার পরিচয় এবং ঠিকানার বিবরণ পর্যালোচনা করুন। তথ্য সঠিক হলে,‘I verify that the above details are correct.’ বিকল্পটিতে ক্লিক করুন।
ড্রপ-ডাউন মেনু থেকে পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের জন্য আপনি যে নথিগুলি জমা দিতে চান তা নির্বাচন করুন৷নির্বাচিত নথি আপলোড করুন। প্রতিটি ফাইল 2 MB এর কম এবং JPEG, PNG বা PDF ফর্ম্যাটে আছে কিনা তা দেখে নিন৷ তথ্য সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হোন। এবার আপনার আধার বিবরণ আপডেট করতে জমা দিন।
মনে রাখবেন , আধারের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই বিনামূল্যে পরিষেবা কেবল অনলাইনে পাওয়া যাবে। অফলাইনে বা আধার কেন্দ্রে গিয়ে এই পরিষেবা পাবেন না আপানি। তাই এই ক্ষেত্রে শেষ তারিখ মনে রাখুন।
আপনার আধার পুনরায় যাচাই করা নিশ্চিত করে যে, আপনার কার্ডের সঙ্গে লিঙ্ক করা তথ্য সঠিক। সেই ক্ষেত্রে আপনার পরিচয় ও প্রয়োজনীয় পরিষেবাগুলি সঠিক আধারের জন্য আপনি সহজেই পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -