Aadhaar Card: আধার কার্ডে ত্রুটি ! বিনামূল্যে শোধরাতে পারবেন এই দিন পর্যন্ত
UIDAI কোটি কোটি আধার ব্যবহারকারীদের উৎসাহিত করতে বিনামূল্যে আধার আপডেটের সুবিধা দিচ্ছে। এর আগে UIDAI ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা দিচ্ছিল। যা পরে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৩ মাসের জন্য বাড়ানো হয়। এই পরিস্থিতিতে আপনিও যদি কোনও ফি ছাড়াই আধার আপডেট করতে চান,তবে আপনার কাছে রয়েছে শেষ সুযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআধার প্রদানকারী সংস্থা UIDAI ইতিমধ্যেই সব আধার কার্ড ব্যবহারকারীদের সতর্ক করেছে। ১০ বছরেরও বেশি সময় ধরে যাদের আধার আপডেট হয়নি তাদের অবিলম্বে এই কার্ড আপডেট করতে বলেছে সংস্থা। এতে কোনও চার্জ ছাড়াই ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদির বিবরণ বদলানো যাবে।
আপনিও যদি বিনামূল্যে আধার আপডেটের সুবিধা নিতে চান, তাহলে অনলাইনে এই কাজটি করুন। অফলাইন আধার কেন্দ্রে গিয়ে আধার বিবরণ আপডেট করার জন্য আপনাকে ফি দিতে হবে। সেই ক্ষেত্রে বিনামূল্যের সুবিধা নিতে আপনি MyAadhaar পোর্টালে যান। এই পোর্টালের মাধ্যমে আধার আপডেট করলে, আপনি বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা পাবেন।
UIDAI ওয়েবসাইট অনুসারে, আপনার আধার কার্ডের তথ্য সঠিক রাখতে বিনামূল্যে কার্ড আপডেট করতে https://myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে গ্রাহককে। তবে CSC কেন্দ্রে আপডেট করার জন্য ২৫ টাকা চার্জ দিতে হবে।
UIDAI-এর এই পোর্টালে ঠিকানা, নাম ইত্যাদি তথ্য আধার কার্ডে আপডেট করা যেতে পারে। এর জন্য ব্যবহারকারীদের আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রয়োজন। আপনি মোবাইল নম্বরে OTP এর মাধ্যমে ঠিকানা ও অন্যান্য তথ্য পরিবর্তন করতে পারবেন।
কীভাবে আধার কার্ড আপডেট করবেন ? ১ প্রথমে আধার ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in দেখুন ২ এখন লগইন করুন ও নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং ঠিকানা বিকল্প নির্বাচন করুন ৩ আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করুন
৪ এখন ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করার বিকল্পটিতে ক্লিক করুন ৫ এর পরে স্ক্যান কপি আপলোড করুন এবং জনসংখ্যার তথ্য তথ্য আপলোড করুন ৬ এখন পেমেন্ট করুন, তারপর আপনি একটি নম্বর পাবেন তা হাতে রাখুন। এটা স্ট্যাটাস চেকে কাজে লাগবে।
আপনি যখন আধার কার্ডে সফলভাবে ঠিকানা পরিবর্তন করার অনুরোধ জমা দেন, তখন আপনাকে একটি URN নম্বর দেওয়া হয়। এটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে এই নম্বর পাঠানো হবে।
এখন আপনি https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus -এ গিয়ে আপনার আধার কার্ড আপডেটের স্থিতি ট্র্যাক করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -