Aadhaar Card Update: আধার কার্ড আপডেট করাতে বেশি টাকা চাইছে আধার সেন্টারে ? অভিযোগ জানান এভাবে
আধার কার্ড আপডেট বাড়িতে বসে অনলাইনেও করা যায়, আবার কোনো আধার সেন্টারে গিয়েও আপডেট করা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে করা যায় আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট, কিন্তু ছবি বা বায়োমেট্রিক আপডেট করাতে হলে যেতে হবে আধার সেন্টারে।
আপডেট করার জন্য নির্দিষ্ট সরকার নির্ধারিত মূল্য রয়েছে, আধার সেন্টারে আপডেট করানোর পরে এই টাকা দিতে হবে।
কিন্তু অনেক সময় দেখা যায় আধার সেন্টারে অপারেটর ধার্য করা মূল্যের থেকে অনেক বেশি টাকা চেয়ে থাকেন গ্রাহকদের থেকে।
ভারতের মোট নাগরিক সংখ্যার ৯০ শতাংশের কাছেই যথাযথ আধার কার্ড রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চাকরির ফর্মপূরণ সবেতেই লাগে আধার নম্বর।
এই আধার কার্ডে তথ্যে কোনো ভুল থাকলে তা UIDAI-এর নিয়ম অনুসারে আপডেট করে ঠিক করিয়ে নিতে হবে।
আধার সেন্টারে গিয়ে আধার আপডেট করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে হবে। তারপর সেই সময়মত গেলেই কাজ হবে আপনার।
সাধারণত আধার সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট করানোর জন্য ৫০ টাকা ধার্য করা হয়। এই টাকা দিয়ে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য আপডেট করা যায়।
এই পরিসরে আধার অপারেটর বেশি টাকা চাইলে আপনি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন অনলাইনেই।
অভিযোগ জানানোর জন্য আপনাকে ১৯৪৭ টোল ফ্রি নম্বরে কল করতে হবে অথবা ইমেল করেও অভিযোগ জানানো যায়। help@uidai.gov.in এই ইমেল আইডিতে আধার কার্ড অপারেটরের বিরুদ্ধে অভিযোগ সমস্ত তথ্য প্রমাণ সহ পাঠানো যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -