Aadhaar Card Update: আধার কার্ডে কতবার বদলানো যায় মোবাইল নম্বর ? জানুন নিয়ম

Aadhaar Card Update Rules: আধার কার্ড ভারতের সমস্ত মানুষের অন্যতম পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ সবেতেই এই নথি গুরুত্বপূর্ণ। আধার কার্ডে মোবাইল নম্বর কতবার আপডেট করা যায় ?

আধার কার্ড আপডেটের এই বিশেষ নিয়ম জানেন ?

1/10
আধার কার্ড এখন ভারতের সমস্ত মানুষের নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ সবেতেই এই নথি গুরুত্বপূর্ণ।
2/10
পরিচয়ের প্রমাণপত্র হিসেবে এই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। এই আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে।
3/10
কোনো কারণে মোবাইল নম্বর বদলালে আধার কার্ডেও নতুন করে মোবাইল নম্বর আপডেট করার নিয়ম।
4/10
মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে আধার কার্ডের বৈধতা নষ্ট হয়ে যায়। আর প্রতি ১০ বছর অন্তরই আধার কার্ড আপডেট করার নিয়ম রয়েছে।
5/10
ঘরে বসেই এই ধরনের ডেমোগ্রাফিক তথ্য আপডেট করে নেওয়া যায়। UIDAI-এর ওয়েবসাইট থেকেই করতে হবে আপডেট।
6/10
তবে কতবার মোবাইল নম্বর আপডেট করা যায় আধার কার্ডে ? আর কীভাবেই বা মোবাইল নম্বর আপডেট করতে হয় ?
7/10
বলাই বাহুল্য আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার কোনো নির্দিষ্ট সীমা নেই। যতবার খুশি মোবাইল নম্বর আপডেট করা যায়।
8/10
প্রতিবার আপডেটের সময়ই একটি নির্দিষ্ট ফি জমা দিতে হয়। কিন্তু এই নম্বর আপডেট আপনি নিজে নিজে আপডেট করতে পারবেন না।
9/10
এর জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে। সেখানে আধার অপারেটররাই মোবাইল নম্বর আপডেট করে দিতে পারবেন।
10/10
পুরনো মোবাইল নম্বরের বদলে নতুন মোবাইল নম্বর বসাতে হবে এবং তারপর একটি ওটিপি এলে তা আবার আপডেটের স্থানে বসালেই নম্বর আপডেট হয়ে যাবে।
Sponsored Links by Taboola