Aadhaar Card Update: আধারে অনলাইন-অফলাইন কোথায় পাবেন কী সুবিধা ?
আধার কার্ড এখন আর কেবল পরিচয়পত্র নয়। বর্তমানে আধার কার্ড কেবল ১২ সংখ্যার অনন্য নম্বর নয়,এর মাধ্যমে হতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ কাজ। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে UIDAI।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হয়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি।
আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহৃত হয়। UIDAI আধার কার্ড আপডেট করার জন্য অনলাইন ও অফলাইনে সুবিধা দিয়ে থাকে। আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিছু ফিচার আপডেট করতে পারবেন, তবে কিছু পরিষেবার জন্য আপনাকে CSC বা আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে।
১২ সংখ্যার এই অনন্য কার্ডের সাহায্যে আপনার আধার কার্ডে অনলাইনে অনেক কিছু আপডেট করা যেতে পারে। এতে নাম, জন্মতারিখ, ঠিকানা ও লিঙ্গ ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আধারে মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তা হলেও ইন্ডিয়ান পোস্ট অফিসের ওয়েবসাইট থেকে এটি পরিবর্তন করতে পারেন।
জনসংখ্যা সংক্রান্ত ডেটা ছাড়াও আবেদনকারী বায়োমেট্রিক ডেটা, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন বা আপডেট করতে পারেন অফলাইনে। এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাছের আধার সেবা কেন্দ্র সম্পর্কে জানতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আপনার জনসংখ্যার তথ্যের জন্য নথি প্রয়োজন। বায়োমেট্রিক, মোবাইল নম্বর ও ইমেল আইডির জন্য কোনও নথির প্রয়োজন নেই।
আপনি যদি আধার কার্ডে মোবাইল নম্বর, বায়োমেট্রিক ডেটা, ফটোর মতো জিনিসগুলি পরিবর্তন করেন,তবে আপনাকে ৩০ টাকা থেকে ১০০ টাকা পরিষেবা চার্জ দিতে হবে।
আধার কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন
এর জন্য আপনি প্রথমে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1%20website&AspxAutoDetectCookieSupport=1 ওয়েবসাইটে যান। এর পরে, আপনি আপনার শহর সিলেক্ট করুন।
এখানে Proceed To Book Appointment-এ ক্লিক করুন। এরপর সার্ভিস অপশন সিলেক্ট করুন। এর পরে আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা কোড লিখুন ও জেনারেট OTP-এ ক্লিক করুন।
এবার আপনার OTP লিখুন ও Verify OTP-এ ক্লিক করুন। এর পরে আপনি একটি নম্বর ও টাইম স্লট পাবেন। আধার কেন্দ্রে এই নম্বরটি দেখিয়ে আপনি যা সব যাচাই করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -