Aadhaar, PAN Mandatory: এই কাজ না করলে ফ্রিজ হবে অ্যাকাউন্ট , সময়সীমা বেঁধে দিল সরকার
বদলে যাচ্ছে সরকারি প্রকল্পে বিনিয়োগের নিয়ম। স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে এবার থেকে আবশ্য়িক করা হল প্যান ও আধার কার্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাদের আগের থেকে এই অ্যাকাউন্ট থাকলেও আধার বা প্যান নম্বর দেওয়া নেই, তাদেরও নির্দিষ্ট দিনের মধ্যে প্যান , আধার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্ট।
১ এপ্রিল ২০২৩ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS) এর মতো ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) ও আধার বাধ্যতামূলক করা হয়েছে। অর্থ মন্ত্রক ৩১ মার্চ একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে৷
সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, কোনও সরকারি ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগের সময় প্যান ও আধার নম্বর অবশ্যই জমা দিতে হবে৷বর্তমান গ্রাহকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের আধার নম্বর জমা দিতে হবে।
কেউ যদি এই কাজ করতে ব্যর্থ হন, তাহলে আধার নম্বর জমা না দেওয়ার সময় পর্যন্ত তাদের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হবে।
১ বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, আপনি যদি আধার ছাড়া PPF, SSY, NSC (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট), SCSS বা অন্য কোনও ছোট সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে আধার নম্বর দিতে হবে।
২ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সঙ্গে এই নম্বর যোগ করা এখন বাধ্যতামূলক।মনে রাখবেন, যদি UIDAI আপনাকে আধার কার্ড বরাদ্দ না করে থাকে, তাহলে আপনি আপনার আধার তালিকাভুক্তি নম্বর বা এনরোলমেন্ট নম্বর জমা দিতে পারেন।
৩ এই বিজ্ঞপ্তির আগে, আধার নম্বর জমা দেওয়া ছাড়াই সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ সম্ভব ছিল। যদিও এখন থেকে গ্রাহকদের এই ধরনের সেভিং স্কিমে বিনিয়োগ করার জন্য কমপক্ষে তাদের আধার নথিভুক্তি নম্বর জমা দিতে হবে।এই পরিবর্তনগুলি আপনার-গ্রাহক (KYC) প্রক্রিয়ার অংশ।
৪ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ছোট সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা দিতে হবে। যদি অ্যাকাউন্ট খোলার সময় PAN জমা না দেওয়া হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার দুই মাসের মধ্যে তা জমা দিতে হবে।
৫ আমানতকারীর নির্দিষ্ট দুই মাসের মধ্যে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) জমা দিতে ব্যর্থ হলে অ্যাকাউন্ট অফিসে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর জমা না দেওয়া পর্যন্ত তার অ্যাকাউন্টটি চালু থাকবে না। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS) এর মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি অন্যান্য বিনিয়োগ বিকল্পগুলির তুলনায় লক্ষ লক্ষ মধ্যবিত্তের অন্যতম বিনিয়োগের জায়গা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -