Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Airtel Recharge Plan: Jio-র পর এবার দাম বাড়ছে Airtel প্ল্যানের, আপনার প্ল্যানটির কত দাম পড়বে ?
এয়ারটেলের পপুলার প্ল্যানগুলির মধ্যে ২৮ দিনের ১ জিবি পার ডে প্ল্যানের দাম ২৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৯৯ টাকা। (ছবি ঋণ - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১.৫ জিবি পার ডে প্ল্যানের দাম ২৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। (ছবি ঋণ - ফ্রিপিক)
৮৪ দিনের প্ল্যানের মধ্যে ১.৫ জিবি পার ডে প্ল্যানের দাম ৭১৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। (ছবি ঋণ - ফ্রিপিক)
অন্যদিকে ২ জিবি পার ডে প্ল্যানের দাম ৮৩৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭৯ টাকা।(ছবি ঋণ - ফ্রিপিক)
৪০ জিবি ডেটা উইথ রোল ওভার প্ল্যানে রয়েছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন। দাম ৩৯৯ টাকা থেকে বেড়েছে ৪৪৯ টাকা।(ছবি ঋণ - ফ্রিপিক)
৭৫ জিবি ডেটা উইথ রোল ওভার প্ল্যানের দাম ৪৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪৯ টাকা। (ছবি ঋণ - ফ্রিপিক)
এর সঙ্গে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, ডিসনি হটস্টার, আমাজন প্রাইম সাবস্ক্রিপশন রয়েছে।(ছবি ঋণ - ফ্রিপিক)
আনলিমিটেড ভয়েস প্ল্যানগুলির (Airtel New Recharge Plans 2024) মধ্যে ২৮ দিনের জন্য ১৭৯ টাকার প্ল্যানের দাম বেড়ে নতুন দাম হয়েছে ১৯৯ টাকা। (ছবি ঋণ - ফ্রিপিক)
এছাড়াও, ৮৪ দিনের প্ল্যানের দাম ৪৫৫ থেকে বেড়ে হয়েছে ৫০৯ টাকা।(ছবি ঋণ - ফ্রিপিক)
এক বছরের প্ল্যানগুলির দামও সমান হারেই বেড়েছে। ১৭৯৯ টাকার প্ল্যান হয়েছে ১৯৯৯ টাকা। ২৯৯৯ টাকার প্ল্যান হয়েছে ৩৫৯৯ টাকা।(ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -