Modi Government Scheme: অ্যাকাউন্টে আসবে পুরো ১০ হাজার টাকা, এই স্কিমে প্রতি মাসে টাকা পাবেন স্বামী-স্ত্রী
Atal Pension Scheme: আপনিও যদি কোনও সরকারি স্কিমে টাকা লগ্নি করার পরিকল্পনা করেন, তাহলে ভাবতে পারেন মোদি সরকারের(Modi Government)এই স্কিম। যেখানে বয়সকালে স্বামী-স্ত্রী উভয়ের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই স্কিমে বিনিয়োগ করলে সরকার স্বামী-স্ত্রীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেবে। এই সরকারি প্রকল্পের নাম অটল পেনশন যোজনা (Atal Pension Scheme)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটল পেনশন যোজনা হল মোদি সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। যাতে প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়। যদি স্বামী- স্ত্রী উভয়েই এই স্কিমের জন্য আবেদন করেন, তবে তারা মাসে 10,000 টাকার সুবিধা পাবেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বলছে, স্বামী-স্ত্রী উভয়েই এই স্কিমের অধীনে 5000 টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন।
এই প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে। আবেদনকারীর বয়স 18 বছর হলে, তাকে প্রতি মাসে 210 টাকা প্রিমিয়াম দিতে হবে। অন্যদিকে, একই টাকা যদি প্রতি তিন মাসে দেওয়া হয়, তাহলে লগ্নিকারীকে 626 টাকা দিতে হবে।ছয় মাসের ক্ষেত্রে এই প্রিমিয়ামের পরিমাণ দাঁড়াবে 1,239 টাকা। এছাড়াও প্রতি মাসে 1000 টাকা পেনশন পেতে 18 বছর বয়সে মাত্র 42 টাকা করে দিতে হবে আবেদনকারীকে।
যদি কোনও কারণে 60 বছর বয়সের আগে বিনিয়োগকীরার মৃত্যু হয়, তবে এই অটল পেনশন যোজনার অর্থ বিনিয়োগকারীর স্ত্রীকে দেওয়া হবে। কোনও কারণে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হলে এই পেনশনের টাকা নমিনি পাবেন।
এই স্কিমে আপনি একজন সদস্যের নামে মাত্র 1টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি ব্যাঙ্কের মাধ্যমে এই স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে টাকা রাখলে সরকারের তরফ থেকেও প্রথম 5 বছর 'কন্ট্রিবিউশন' থাকবে।
আপনি এই স্কিমে মাসিক, ত্রৈমাসিক ও অর্ধবার্ষিক বিনিয়োগ করতে পারেন। এতে আপনাকে 42 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে। 42 বছরে আপনার মোট বিনিয়োগ হবে 1.04 লক্ষ টাকা। এই বিনিয়োগের ভিত্তিতে 60 বছর পর আপনি 5000 টাকা মাসিক পেনশন পাবেন। এই স্কিমে টাকা রাখলে আয়করের ধারা 80CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -