Ather 450X Gen 3: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 3, দেখুন সেরা ফিচার এবং দাম
Ather 450X Gen 3: বেঙ্গালুরুর সংস্থা Ather তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 3 লঞ্চ করেছে দেশে। জেনে নিন দাম ও ফিচার।
ইলেকট্রিক স্কুটার
1/10
Ather 450X Gen 3, ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে এই নতুন ইলেকট্রিক স্কুটার। বেঙ্গালুরুর সংস্থা Ather এই স্কুটার লঞ্চ করেছে।
2/10
এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১.৫৬ লক্ষ (এক্স শোরুম, বেঙ্গালুরু) টাকা থেকে। আগের ভ্যারিয়েন্টের তুলনায় নতুন মডেলে অনেক পরিবর্তন এসেছে।
3/10
আগের স্কুটারের তুলনায় নতুন মডেলে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম হল ব্যাটারি। এছাড়াও রয়েছে বড় আকার-আয়তনের রেয়ারভিউ মিরর এবং উন্নত মানের টায়ার।
4/10
জানা গিয়েছে, Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের দাম Ather 450X Gen 2 মডেলের থেকে ৫০০০ টাকা বেশি। ২০ জুলাই থেকে নতুন ইলেকট্রিক স্কুটারের ডেলিভারিও শুরু হয়েছে।
5/10
আগের মডেলের তুলনায় নতুন স্কুটারে রয়েছে বড় ব্যাটারি। এখানে একটি বড় ৩.৭ কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি প্যাক দেখা যাবে। আগের মডেলে অর্থাৎ জেন ২- এর ক্ষেত্রে এই ব্যাটারি ছিল ২.৯ কিলোওয়াট/ঘণ্টা।
6/10
একবার চার্জ দিলে Ather 450X Gen 3 স্কুটার ১৪৬ কিলোমিটার সফর করতে পারবেন। আগের থেকে প্রায় ২৫ শতাংশ রেঞ্জ বেড়েছে নতুন স্কুটারের।
7/10
আগের মডেলে ১ জিবি র্যাম ছিল। তবে Ather 450X Gen 3 স্কুটারে যুক্ত হয়েছে ২ জিবি র্যাম। এর ফলে ইউজার ড্যাশবোর্ডে দ্রুত গতিতে টাইপ করতে পারবে।
8/10
এছাড়াও আগের চেয়ে অনেক বেশি গতিতে ম্যাপ ডাউনলোড হবে। একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে সময় অনেক কম লাগবে।
9/10
Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটার ও তার আগের মডেলের মধ্যে রঙের মিলও রয়েছে। আগের মতোই সাদা, স্পেস গ্রে এবং মিন্ট গ্রিন রঙেই নতুন স্কুটার লঞ্চ হয়েছে।
10/10
Ather 450X Gen 3 এই নতুন স্কুটারে যুক্ত হয়েছে আগের তুলনায় দ্বিগুণ সাইজের রেয়ার ভিউ মিরর এবং পিছনের চাকার টায়ারও চওড়া হয়েছে।
Published at : 22 Jul 2022 10:48 AM (IST)