ATM Transaction Update: এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে বাড়তি মাশুল, কতটা বাড়ল ফি?
টাকা তুলতে এটিএম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য জরুরি খবর। জানুয়ারি মাস থেকেই এটিএম ব্যবহারের জন্য় বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সমস্ত ব্যাঙ্ককে ২০২২-এর ১ জানুয়ারি থেকে এটিএমের চার্জ বৃদ্ধির অনুমতি দিয়ে দিয়েছে।
আগামী ১ জানুয়ারি থেকে ফ্রি ট্রানজাকশনের থেকে বেশিবার এটিএম থেকে টাকা তুললে এই বাড়তি চার্জ দিতে হবে। এটিএমে ফ্রি লিমিটের বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন ফি-তে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে, যা ২০২২-এর ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে।
ফ্রি ট্রানজাকশনের থেকে বেশি টাকা তুললে বর্তমানের ২০ টাকার জায়গায় প্রতি ট্রানজাকশনে ২১ টাকা দিতে হবে। আরবিআই সার্কুলার জারি করে এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গ্রাহকদের এটিএমে পাঁচটি ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়। এর মধ্যে আর্থিক ও নন-ফিনান্সিয়াল ট্রানজাকশন রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এতে কোনও কর (Applicable Tax) আরোপ হয়, তা এই চার্জের থেকে ভিন্ন হবে। অর্থাৎ, এখনও পর্যন্ত ২০ টাকা ছাড়াও কর দিতে হত। এবার ২১ টাকা চার্জ ও তার ওপর কর নেওয়া হবে।
মেট্রো শহরের বাসিন্দা ব্যাঙ্ক গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে তিনবার নিখরচায় লেনদেন করতে পারেন।
অন্য শহরের গ্রাহকরা অন্য কোনও ব্যাঙ্কের এটিএমে প্রতি মাসে পাঁচবার ফ্রি ট্রানজাকশন করতে পারেন।
এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্টারচেঞ্চ ফি প্রতি ট্রানজাকশনে বৃদ্ধির অনুমতি দিয়েছে। আর্থিক ট্রানজাকশনের ক্ষেত্রে এই শুল্ক ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছে।
নন-ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে। তা ২০২১-এর ১ অগাস্ট থেকে প্রযোজ্য হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -