ATM Transaction Update: এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে বাড়তি মাশুল, কতটা বাড়ল ফি?

ATM Transaction

1/10
টাকা তুলতে এটিএম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য জরুরি খবর। জানুয়ারি মাস থেকেই এটিএম ব্যবহারের জন্য় বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
2/10
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সমস্ত ব্যাঙ্ককে ২০২২-এর ১ জানুয়ারি থেকে এটিএমের চার্জ বৃদ্ধির অনুমতি দিয়ে দিয়েছে।
3/10
আগামী ১ জানুয়ারি থেকে ফ্রি ট্রানজাকশনের থেকে বেশিবার এটিএম থেকে টাকা তুললে এই বাড়তি চার্জ দিতে হবে। এটিএমে ফ্রি লিমিটের বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে ট্রানজাকশন ফি-তে ২১ টাকা প্লাস জিএসটি দিতে হবে, যা ২০২২-এর ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে।
4/10
ফ্রি ট্রানজাকশনের থেকে বেশি টাকা তুললে বর্তমানের ২০ টাকার জায়গায় প্রতি ট্রানজাকশনে ২১ টাকা দিতে হবে। আরবিআই সার্কুলার জারি করে এই তথ্য জানিয়েছে।
5/10
উল্লেখ্য, গ্রাহকদের এটিএমে পাঁচটি ফ্রি ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়। এর মধ্যে আর্থিক ও নন-ফিনান্সিয়াল ট্রানজাকশন রয়েছে।
6/10
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এতে কোনও কর (Applicable Tax) আরোপ হয়, তা এই চার্জের থেকে ভিন্ন হবে। অর্থাৎ, এখনও পর্যন্ত ২০ টাকা ছাড়াও কর দিতে হত। এবার ২১ টাকা চার্জ ও তার ওপর কর নেওয়া হবে।
7/10
মেট্রো শহরের বাসিন্দা ব্যাঙ্ক গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে তিনবার নিখরচায় লেনদেন করতে পারেন।
8/10
অন্য শহরের গ্রাহকরা অন্য কোনও ব্যাঙ্কের এটিএমে প্রতি মাসে পাঁচবার ফ্রি ট্রানজাকশন করতে পারেন।
9/10
এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্ক ইন্টারচেঞ্চ ফি প্রতি ট্রানজাকশনে বৃদ্ধির অনুমতি দিয়েছে। আর্থিক ট্রানজাকশনের ক্ষেত্রে এই শুল্ক ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছে।
10/10
নন-ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে। তা ২০২১-এর ১ অগাস্ট থেকে প্রযোজ্য হবে।
Sponsored Links by Taboola