2021 New Audi Q5 : ফের ভারতের বাজারে ধামাকা করতে আসছে Q5, কেমন দেখতে নতুন গাড়ি ?

Audi Q5 : এক গাড়িতে একাধিক চমক।

1/8
অডির সব মডেলের মতোই এখানেও শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। গাড়িতে দেওয়া হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। নতুন অডিতে পাবেন 10.1-ইঞ্চি টাচস্ক্রিন। আগের Q5 যা ছিল না।
2/8
এসইউভি হলেও দরজা দিয়ে গাড়ির কেবিন প্রবেশ করা অনেক সহজ। এটিতে গুণমান ও প্রযুক্তির একটি আশ্চর্যজনক সমন্বয় করা হয়েছে। কেবিনে সবকিছু রাখার জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছে কোম্পানি।
3/8
এই নতুন মডেলে কোনও ডিজেল ইঞ্জিন দেওয়া হয়নি। গাড়িতে রয়েছে 2.0l petrol TFSI মোটর। যা গাড়িতে 249hp (হর্স পাওয়ার) ও 370Nm (নিউটন মিটার) পাওয়ার রয়েছে গাড়িতে। এতে দেওয়া হয়েছে একটি 7-স্পিড এস-ট্রনিক ডুয়াল-ক্লাচ অটো। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে 5টি ড্রাইভ মোড। গাড়ির সর্বোচ্চ গতি 237 কিমি/ঘণ্টা।
4/8
দূর থেকে দেখেই গাড়ি চিনতে সমস্যা হবে না কারও।বড়-চওড়া সামনের গ্রিল দেখে সবার থেকে আলাদা করা যাবে এই গাড়িকে।আগের Q5-এর তুলনায় লাইনগুলি আরও তীক্ষ্ণ হয়েছে। এমনকী বাম্পারের নিচের অর্ধেকের বেশি জায়গায় হয়েছে পরিবর্তন। তাক লাগাবে গাড়ির নতুন এলইডি ল্যাম্প ও 19-ইঞ্চি অ্যালয় হুইল।
5/8
এই গাড়িতে দুটি অপশন এনেছে অডি। প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি মডেলের দাম প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। Q5 অডির সেরা অফারগুলির মধ্যে একটি, যা ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আগের Q5-এর শক্তির পাশাপাশি এতে আরও কর্মক্ষমতা, আক্রমণাত্মক চেহারা ও অনেক ফিচার যুক্ত হয়েছে। তাই এই সেগমেন্টের কমপ্লিট প্যাকেজ হতে পারে এই SUV।
6/8
সামনের আসনগুলি বেশ বড়। তবে আমরা পিছনের আসনের সঙ্গে ভেন্টিলেটেড কেবিন সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। গাড়ির পিছনের সিট মালিকের বসার জন্য বেশ আরামদায়ক। এতে ভাল লেগরুম/হেডরুমও রয়েছে। Q5 হল একটি চার আসন বিশিষ্ট প্রিমিয়াম এসইউভি।
7/8
তাক লাগাবে গাড়ির নতুন এলইডি ল্যাম্প ও 19-ইঞ্চি অ্যালয় হুইল। বিশেষ করে পিছনের লাইটগুলি আগের থেকে অনেকটাই স্লিম দেওয়া হয়েছে এবার। এক কথায় বলতে পারেন স্পোর্টি লুক দিতে অনেক কিছুই ব্যবহার করা হয়েছে এই গাড়িতে।
8/8
Audi Q5-এ রয়েছে 'থ্রি-জোন এয়ার কন্ডিশনিং' ফিচার।একটি ডিজিটাল ককপিট, একটি 10.1-ইঞ্চি টাচস্ক্রিন ছাড়াও ওয়্যারলেস চার্জিং, একটি বড় প্যানোরামিক সানরুফ, ড্রাইভার মেমরি-সহ পাওয়ার-অ্যাডজাস্ট ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের 30টি অপশন, পার্ক অ্যাসিস্ট দেওয়া হয়েছে গাড়িতে।
Sponsored Links by Taboola