2021 New Audi Q5 : ফের ভারতের বাজারে ধামাকা করতে আসছে Q5, কেমন দেখতে নতুন গাড়ি ?
অডির সব মডেলের মতোই এখানেও শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। গাড়িতে দেওয়া হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। নতুন অডিতে পাবেন 10.1-ইঞ্চি টাচস্ক্রিন। আগের Q5 যা ছিল না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএসইউভি হলেও দরজা দিয়ে গাড়ির কেবিন প্রবেশ করা অনেক সহজ। এটিতে গুণমান ও প্রযুক্তির একটি আশ্চর্যজনক সমন্বয় করা হয়েছে। কেবিনে সবকিছু রাখার জন্য নির্দিষ্ট জায়গা দিয়েছে কোম্পানি।
এই নতুন মডেলে কোনও ডিজেল ইঞ্জিন দেওয়া হয়নি। গাড়িতে রয়েছে 2.0l petrol TFSI মোটর। যা গাড়িতে 249hp (হর্স পাওয়ার) ও 370Nm (নিউটন মিটার) পাওয়ার রয়েছে গাড়িতে। এতে দেওয়া হয়েছে একটি 7-স্পিড এস-ট্রনিক ডুয়াল-ক্লাচ অটো। এছাড়াও এই গাড়িতে দেওয়া হয়েছে 5টি ড্রাইভ মোড। গাড়ির সর্বোচ্চ গতি 237 কিমি/ঘণ্টা।
দূর থেকে দেখেই গাড়ি চিনতে সমস্যা হবে না কারও।বড়-চওড়া সামনের গ্রিল দেখে সবার থেকে আলাদা করা যাবে এই গাড়িকে।আগের Q5-এর তুলনায় লাইনগুলি আরও তীক্ষ্ণ হয়েছে। এমনকী বাম্পারের নিচের অর্ধেকের বেশি জায়গায় হয়েছে পরিবর্তন। তাক লাগাবে গাড়ির নতুন এলইডি ল্যাম্প ও 19-ইঞ্চি অ্যালয় হুইল।
এই গাড়িতে দুটি অপশন এনেছে অডি। প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি মডেলের দাম প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। Q5 অডির সেরা অফারগুলির মধ্যে একটি, যা ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আগের Q5-এর শক্তির পাশাপাশি এতে আরও কর্মক্ষমতা, আক্রমণাত্মক চেহারা ও অনেক ফিচার যুক্ত হয়েছে। তাই এই সেগমেন্টের কমপ্লিট প্যাকেজ হতে পারে এই SUV।
সামনের আসনগুলি বেশ বড়। তবে আমরা পিছনের আসনের সঙ্গে ভেন্টিলেটেড কেবিন সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। গাড়ির পিছনের সিট মালিকের বসার জন্য বেশ আরামদায়ক। এতে ভাল লেগরুম/হেডরুমও রয়েছে। Q5 হল একটি চার আসন বিশিষ্ট প্রিমিয়াম এসইউভি।
তাক লাগাবে গাড়ির নতুন এলইডি ল্যাম্প ও 19-ইঞ্চি অ্যালয় হুইল। বিশেষ করে পিছনের লাইটগুলি আগের থেকে অনেকটাই স্লিম দেওয়া হয়েছে এবার। এক কথায় বলতে পারেন স্পোর্টি লুক দিতে অনেক কিছুই ব্যবহার করা হয়েছে এই গাড়িতে।
Audi Q5-এ রয়েছে 'থ্রি-জোন এয়ার কন্ডিশনিং' ফিচার।একটি ডিজিটাল ককপিট, একটি 10.1-ইঞ্চি টাচস্ক্রিন ছাড়াও ওয়্যারলেস চার্জিং, একটি বড় প্যানোরামিক সানরুফ, ড্রাইভার মেমরি-সহ পাওয়ার-অ্যাডজাস্ট ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের 30টি অপশন, পার্ক অ্যাসিস্ট দেওয়া হয়েছে গাড়িতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -