Dividend Stocks: এই সপ্তাহেই ডিভিডেন্ড মিলবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টকে, তালিকায় আরও কিছু স্টক- কেনা আছে ?
এই সপ্তাহে বেশিরভাগ সংস্থারই ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের ফলাফলের পর ডিভিডেন্ডও ঘোষণা করেছে কিছু সংস্থা। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা করেছে কিছু সংস্থা। আগামী সপ্তাহেই এইসব স্টকে মিলবে ডিভিডেন্ড। ছবি- ফ্রিপিক
পিএসইউ সংস্থা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী সপ্তাহে তাঁদের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। ছবি- ফ্রিপিক
প্রতি শেয়ারে ২.৫০ টাকা হারে ডিভিডেন্ড দিতে চলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমনটাই ঠিক হয়েছে সংস্থার বার্ষিক সাধারণ সভায়। ছবি- ফ্রিপিক
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁর এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, এই বছর ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফা বেড়েছে ৭ শতাংশ। ছবি- ফ্রিপিক
এই বছর জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুনাফা ৭ শতাংশ বেড়ে হয়েছে ১৪৩৯ কোটি টাকা। ছবি- ফ্রিপিক
Thermax সংস্থাও তাঁদের ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার পাশাপাশি ডিভিডেন্ড দেওয়ার কথা জানিয়েছে প্রকাশ্যে। ছবি- ফ্রিপিক
এই সংস্থা তাঁর শেয়ারহোল্ডারদের ২ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের জন্য ৬০০ শতাংশ অর্থাৎ ১২ টাকা হারে ডিভিডেন্ড দেবে। ছবি- ফ্রিপিক
শুক্রবার Thermax সংস্থা তাঁর এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে ২০২৩-২৪-এর চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। ছবি- ফ্রিপিক
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -