IPL 2024: ২০১২ সালের সঙ্গে অদ্ভুত মিল, ফের আইপিএল খেতাব জিতবে কেকেআর?
বিগত এক দশক ধরে আইপিএল খেতাব আসেনি কলকাতা নাইট রাইডার্সের দখলে। ফাইনালে উঠেও হয়েছে স্লপ্নভঙ্গ। তবে কাকতীয় হলেও এ মরশুমের ঘটনাবলী কেকেআর সমর্থকদের উৎসাহিতই করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে কেকেআর প্রথম আইপিএল খেতাব জেতে, সেই মরশুমের সঙ্গে এই মরশুমের অদ্ভুতভাবে প্রচুর মিল।
শনিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে কেকেআর।
২০১২ সালের মরশুমেই রোহিত শর্মা নিজের আইপিএল সেঞ্চুরি করেছিলেন। এ মরশুমেও তাঁর ব্য়াট থেকে সেঞ্চুরি এসেছে।
২০১২ সালের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন সুনীল নারিন।
এ মরশুমে ৪৬১ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে নারিন অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ, উভয়ের দৌড়েই রয়েছেন। তিনি এমভিপি হওয়ার দৌড়েও প্রথম বর্তমানে।
মুম্বই ইন্ডিয়ান্সকে মুম্বইতেও হারিয়েছে নাইটরা। ঘটনাক্রমে, ১২ বছর পর এই প্রথম নাইটরা ওয়াংখেড়েতে জিতল।
২০১২ সালে আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের চিপকে আয়োজিত হয়েছিল। এবারও কিন্তু সেখানেই ফাইনালের আসর বসবে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -