Bank Rules : আজ থেকেই ব্যাঙ্ক আনল এমন পরিবর্তন, আর বাবার জমা-টাকা নিয়ে হবে না আইনি লড়াই
ব্যাংক খবর নিয়ম: এখন ব্যাংক অ্যাকাউন্টে চারজন নমিনি যোগ করা যাবে। হিসাবধারী অংশীদারিত্ব ঠিক করতে পারবেন, যা মৃত্যুর পর বিবাদ কমাবে।
Continues below advertisement
ব্যাঙ্কের নিয়মে বড় রদবদল
Continues below advertisement
1/6
গ্রাহকের মৃত্যুর পর তাঁর সন্তানরা কত টাকা পাবে, কারা কত অংশ হবে, এই প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেত এবং পরিবারকে আইনি লড়াই লড়তে হত। অনেক সময় টাকার ভাগাভাগি নিয়ে ছেলেদের বা অন্যান্য আত্মীয়দের মধ্যে আইনি লড়াই পর্যন্ত হত।
2/6
এখন এই ঝামেলা শেষ হতে চলেছে। কারণ ব্যাঙ্ক নতুন নিয়ম চালু করেছে। ১ নভেম্বর ২০২৫ থেকে ব্যাঙ্কগুলিতে নমিনি সংক্রান্ত বড় পরিবর্তন কার্যকর হয়েছে। এখন থেকে, যে কোনও অ্যাকাউন্ট হোল্ডার তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবল একজন নয়, বরং চারজন নমিনি যোগ করতে পারবেন।
3/6
অ্যাকাউন্ট হোল্ডার তার টাকার অংশ কে পাবে, তা আগে থেকেই স্পষ্টভাবে নির্ধারণ করতে পারে সে। নতুন নিয়মের অধীনে, অ্যাকাউন্ট হোল্ডারকে এই সুবিধা দেওয়া হয়েছে যে সে চারজন মনোনীত ব্যক্তির মধ্যে শতাংশের হিসাবে অংশ ভাগ করতে পারে।
4/6
উদাহরণস্বরূপ, যদি তিনি চান তবে প্রথম দুই মনোনীত ব্যক্তিকে ৩০-৩০ শতাংশ এবং বাকি দুইজনকে ২০-২০ শতাংশ দিতে পারেন। এটি সম্পূর্ণরূপে তাঁর অধিকারে থাকবে। যদি হিসাবধারী চান তবে সকল মনোনীত ব্যক্তিকে সমান অর্থাৎ ২৫-২৫ শতাংশ অংশও দিতে পারেন।
5/6
এতে প্রত্যেক ব্যক্তি তার নির্দিষ্ট শতাংশ পাবে এবং পরবর্তীতে কোনো প্রকার বিতর্কের অবকাশ থাকবে না। এই নতুন নিয়ম সেই পরিবারগুলির জন্য স্বস্তি আনবে যেখানে একাধিক উত্তরাধিকারী রয়েছে। আগে যেখানে মনোনীত ব্যক্তি শুধুমাত্র নামের জন্য থাকত, এখন অ্যাকাউন্ট হোল্ডার নিজেই ঠিক করবেন কিভাবে টাকার ভাগ হবে।
Continues below advertisement
6/6
এই নিয়মটি আইনি বিবাদ ও পারিবারিক মতভেদ কমাতে সাহায্য করবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পরিবারে ঝগড়ার পরিস্থিতি এড়ানো যাবে। এখন প্রত্যেক ব্যক্তি নিজেই নিশ্চিত করতে পারবে যে তার কষ্টের উপার্জন কাকে এবং কতটুকু দেওয়া হবে।
Published at : 01 Nov 2025 04:10 PM (IST)