Best Mutual Fund: ঝুঁকি কম, দুরন্ত রিটার্ন ! SIP-র মুনাফায় পকেট ভরিয়েছে এই ৩ ফান্ড
বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কম ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চাইলে ইকুইটিতে লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডে বেশি সুযোগ মিলবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে উত্থান-পতন প্রবল হলেও এই লার্জক্যাপ ফান্ডে রিটার্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব দেখা যায়।
লার্জক্যাপ ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডগুলি গড়ে এক বছরে ৯.০৪ শতাংশ, ৩ বছরে ১৫.৫৬ শতাংশ এবং ৫ বছরে ১৬.১৭ শতাংশ রিটার্ন এসেছে।
তবে এমন ৫টি লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড আছে বাজারে যারা ৩ বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
২০১৮ সাল থেকে ICICI Prudential 22 FoF Direct- Growth ফান্ডে ১৯.০৭ হারে রিটার্ন এসেছে। হাসি ফুটিয়েছে এই লার্জক্যাপ ফান্ড।
৩ বছরে এই ফান্ডে মাসে ২৩,৪৫৬ টাকা করে SIP করলে তা রিটার্নে মিলত ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা। প্রায় ২ গুণ হয়ে গিয়েছে বিনিয়োগ।
ICICI Pruential Nifty Next 50 Index Direct Growth ফান্ডে ১৫.৭৩ শতাংশ হারে মুনাফা এসেছে। এই ফান্ডে ৩ বছরে ২৩,৪৫৬ টাকার SIP-তে রিটার্ন আসত ১৩ লক্ষ টাকা।
Nippon India Large Cap Fund Direct Growth ফান্ডে একইভাবে ২৩,৪৫৬ টাকার SIP-তে রিটার্ন আসত ১২ লক্ষ ৬৩ হাজার টাকা।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -