Share Market: ২ লাখ টাকা রাখলে আজ হতেন কোটিপতি, এই স্টকও মাল্টিব্যাগার
স্টক মার্কেটের সাম্প্রতিক উত্থানে দুরন্ত গতি নিয়েছে অনেক স্টক। ছোট থেকে শুরু করে এর মধ্যে অনেকেই মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। এরকমই একটি শেয়ার দালাল স্ট্রিটের সেরা বাজি বলে প্রমাণিত হয়েছে। এই শেয়ার লটারির মতো রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই শেয়ারের নাম সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। আগে যা ক্রম্পটন গ্রিভস লিমিটেড নামে পরিচিত ছিল। এটি ভারতের একটি বহুজাতিক কোম্পানি । কয়েক দশক ধরে বাজারে ব্যবসা করছে এই সংস্থা। দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৩৭ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
মুম্বাইতে সদর দফতর সহ এই সংস্থাটি মূলত বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত। এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনে ব্যবহৃত বিভিন্ন প্রোডাক্ট ও সলিউশনে কাজ করে। এগুলি ছাড়াও কোম্পানিটি রেল পরিবহণের কাজেও যুক্ত । বর্তমানে শেয়ারবাজারে কোম্পানিটির মূল্য ৬২,১২০ কোটি টাকা।
বুধবারের লেনদেনে সিজি পাওয়ারের স্টক স্থিতিশীল থাকলেও গত পাঁচ দিনে তা বেড়েছে 3.50 শতাংশের বেশি। একইসঙ্গে গত এক মাসে এই শেয়ারের দর প্রায় ৮ শতাংশ বেড়েছে। স্টকটি 6 মাসে 32 শতাংশ বেড়েছে এবং এই বছর এ পর্যন্ত 50 শতাংশের বেশি লাফিয়েছে।
গত এক বছরে সিজি পাওয়ারের শেয়ার ৭৫ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে। এটি বর্তমানে শেয়ার প্রতি 408 টাকায় লেনদেন করছে, যা তার 52-সপ্তাহের সর্বোচ্চ 424.65 টাকার কাছাকাছি। যদিও মাত্র তিন বছর আগে এর শেয়ারের দাম ছিল আট টাকার কাছাকাছি। এই শেয়ার গত 3 বছরে 51 বার লাফিয়েছে।
এই স্টকে 3 বছর আগে কেউ মাত্র 2 হাজার টাকা বিনিয়োগ করলে সে আজ লাখপতি হয়ে যেত। তেমনই 2 লাখ টাকা বিনিয়োগ করলে আজ ওই ব্যক্তি কোটি টাকার মালিক হতেন।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, যে বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -