Railway Stocks: ভারতীয় রেলের সঙ্গে নাম জড়িত, এই স্টকগুলি হতে পারে সেরা বাজি
Best Stocks: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সাফল্যের পরই এসেছে এই বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এবার দেশে চলবে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সরকার প্রতি বছর 300 থেকে 400 অমৃত ভারত ট্রেন চালাবে। সরকারের এই পরিকল্পনার কারণে চলতি বছর রেলওয়ের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। জেনে নিন, কোন কোম্পানিগুলির স্টকে প্রভাব পড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেলের এই কোম্পানির স্টকগুলি দিতে পারে লাভ সাম্প্রতিক সময়ে রেলের বিভিন্ন কোম্পানি শেয়ারবাজারে ভালো পারফর্ম করেছে। এখন সরকার বন্দে ভারত এবং অমৃত ভারত-এর মতো দেশীয় পদ্ধতিতে তৈরি ট্রেন চালু করায় লাভবান হবে এই রেল কোম্পানিগুলি। ফলে বাজারে নজর রাখু এই স্টকগুলির ওপর।
1 টিটাগড় রেল সিস্টেম 2 IRCON ইন্টারন্যাশনাল 3 আইএআরএফসি 4 রেল বিকাশ নিগম 5 বিইএমএল 6 রেলটেল 7 কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া 8 RITES 9 আইআরসিটিসি
রেলওয়ে ট্র্যাক ও স্টেশনে পরিকাঠামো বদল হবে অশ্বিনী বৈষ্ণবের মতে, গত ৯.৫ বছরে রেলের নেটওয়ার্ক বেড়েছে ২৬ হাজার কিলোমিটার। এর বাইরে সরকার 30,749 কোটি টাকা খরচ করে রেলপথ দ্বিগুণ করেছে। এছাড়াও, অমৃত ভারত স্টেশন প্রোগ্রামের মাধ্যমে 400টি স্টেশনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করা হচ্ছে। এগুলির মধ্যে আধুনিক সুযোগ-সুবিধা ও পার্কিং সুবিধা বাড়ানো হবে।
বৈষ্ণবের মতে, অমৃত ভারত এক্সপ্রেস একটি স্লিপার ক্লাস ট্রেন। এতে ভাড়া সামান্য কম কিন্তু সুযোগ-সুবিধা বন্দে ভারত-এর মতোই। এটি আধুনিক প্রযুক্তি, দ্রুত গতি এবং আরামদায়ক ভ্রমণের মতো অনেক সুবিধা রয়েছে। এটা শুধু সময় বাঁচায় না বাইরের শব্দ এবং বাতাসও কমায়।
মোদি সরকারের ৯ বছরে রেলে অনেক পরিবর্তন হয়েছে। এই আধুনিক ট্রেনগুলি ছাড়াও, নতুন ট্র্যাক স্থাপন, স্টেশনগুলির সংস্কার এবং রুটের বিদ্যুতায়নের কাজও দ্রুত চলছে। রেলের 14টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 31 মার্চ, 2023 সালের মধ্যে 100 শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জন করেছে৷ এটি শুধুমাত্র ভারতের আমদানি বিল কমিয়ে দেবে না এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দেবে৷
এই রাজ্যগুলিতে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে দিল্লি চণ্ডীগড় হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর ছত্তিশগড় ওড়িশা পুদুচেরি মধ্য প্রদেশ মেঘালয় তেলেঙ্গানা উত্তর প্রদেশ উত্তরাখণ্ড
- - - - - - - - - Advertisement - - - - - - - - -