Best Stocks to Invest: ভারতীয় বাজারের স্তম্ভ এই ৫ স্টক, দীর্ঘ মেয়াদে দারুণ লাভ
দীর্ঘমেয়াদে এই পাঁচ স্টকের বিকল্প পাওয়া যাবে না ভারতীয় শেয়ার বাজারে। যে কারণে যেকোনও দিন নিতে পারেন এই ৫ স্টক। তবে স্টকের সাপোর্টে নিলে বেশি লাভবান হবেন। জেনে নিন, ভারতীয় বাজারের 'এভারগ্রিন স্টকস' কোনগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজার বিশেষজ্ঞদের মতে, পরিচালনার গুণমান ও দক্ষতার মতো মৌলিক ও গুণগত দিকগুলির পাশাপাশি দীর্ঘমেয়াদে ভারতে এই স্টকগুলি ভাল ফল দেয়। তবে ট্রেডারের দৃষ্টিভঙ্গি নিয়ে এই স্টকে যেকোনও সময় বিনিয়োগ করা ঠিক নয়।
সেই ক্ষেত্রে 'স্টপ লস' দেওয়া বাধ্যতামূলক। তবে দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখলে ভাল রিটার্ন পাবেন এই স্টকগুলি থেকে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের ৫ বছরের বেশি লক্ষ্য়মাত্রা নিয়ে এই ৫ স্টকে বিনিয়োগ করতে হবে।
স্টকগুলির বাজার মূলধন কমপক্ষে ১০ হাজার কোটি টাকার বেশি হওয়া উচিত। সহজ কথায়, মার্কেট ক্যাপ হল কোম্পানির বাজার মূল্য। এটি সেই মূল্য যার দামে আপনি কোম্পানির সব বকেয়া শেয়ার কিনতে পারবে৷ মার্কেট ক্যাপ বা বাজার মূলধন স্টক মার্কেটে প্রতিটি শেয়ার ব্যবসার খরচ বা বকেয়া শেয়ারের সংখ্যা গুণ করে গণনা করা হয়। যেহেতু স্টক মূল্য একটি গতিশীল সংখ্যা, তাই মার্কেট ক্যাপও ঘন ঘন পরিবর্তিত হয়। কোম্পানির মার্কেট ক্যাপ বেশি হলে ঝুঁকির মাত্রা কম থাকে।
অনেকে অপারেটিং প্রফিটের কথা বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনা করে। মনে রাখবেন, নেট লাভ একটি কোম্পানির সব দিক দর্শায়। নেট লাভ ঋণের জন্য কর ও সুদের ব্যয়ের মতো খরচের জন্যও হিসাব করে। যা ব্যবসার প্রকৃত উপার্জনকে প্রতিফলিত করে। নেট মুনাফা সব খরচ হিসাব করার পরে লাভের স্টেটমেন্ট আনে, এটি তাই বটম লাইন।
১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় কোম্পানি, যা তেল থেকে রাসায়নিক (02C), তেল ও গ্যাস, খুচরো, ডিজিটাল পরিষেবা ও আর্থিক পরিষেবা বিভাগে কাজ করে। এই কোম্পানি দীর্ঘমেয়াদে কেনার জন্য সেরা শেয়ারগুলির মধ্যে একটি।
২) টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) Tata Consultancy Services Limited (TCS)ও ভারতের কোম্পানি, যা তথ্য প্রযুক্তি (IT) পরিষেবা , ডিজিটাল ও ব্যবসায়িক সমাধান দিয়ে থাকে। এটি ভারতে কেনার জন্য সবচেয়ে নিরাপদ শেয়ারগুলির মধ্যে একটি।
৩) ইনফোসিস ইনফোসিস লিমিটেড পরামর্শ, প্রযুক্তি, আউটসোর্সিং ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবাগুলিতে নিযুক্ত রয়েছে। এটি ডিজিটাল পরিষেবা ও পরামর্শ ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ওয়ার্ল্ড লিডার।
৪) HDFC ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (ব্যাঙ্ক) হল একটি আমাদের দেশের বেসরকারি ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠান পাইকারি ছাড়াও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে।
৫) হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও একটি ভারতের কোম্পানি। এটি ইউনিলিভার নামে একটি ব্রিটিশ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানির সদর দফতর মুম্বইতে । এই কোম্পানি সারা বিশ্বের সবচেয়ে বিখ্যাত FMCG কোম্পানিগুলির মধ্যে একটি। তাই এর শেয়ার বেশিরভাগ বিনিয়োগকারীদের সেরা পছন্দ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -