Ducati Bike: পর্দা উঠল নতুন বাইকের, দেখে নিন 2022 Ducati Panigale V4
Ducati 2022 Panigale V4- প্রকাশ্যে চলে এল ডুকাটির নতুন মনস্টার। ইতালির সুপারবাইক প্রস্তুতকারক সংস্থা ডুকাতির 2022 Panigale V4 এর এরগোনমিক্স, এরোডাইনামিকস, চেসিস, ইঞ্জিন ও ইলেকট্রনিক্সে এসেছে বহু পরিবর্তন। তবে বাইকের কিছু ফিচার একই রয়েছে। এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই বাইক। চলুন দেখে নেওয়া যাক এর কিছু ছবি ও বিশেষত্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppDucati Panigale V4-এর সিট ও ট্যাঙ্কের সারফেসে হয়েছে পরিবর্তন। আগের থেকে আরও বেশি অ্যারোডাইনামিক ডিজাইন পেয়েছে এই বাইক। হাই স্পিডে চলার সময় যাতে সমস্যা না হয় তাই দেওয়া হয়েছে এই ডিজাইন।
কুলিং সিস্টেমের উন্নতির জন্য ফেয়ারিংয়ের নিচে নতুনভাবে ডিজাইন করা হয়েছে এক্সট্র্যাকশন সকেটগুলি। এরফলে বাইক আরও কমপ্যাক্ট ও ডবল-প্রোফাইল ডিজাইন উইংস পেয়েছে।যা গতি বাড়ালেও বাইকের স্থিতিশীলতা বজায় রাখবে।
2022 Ducati Panigale V4-এ এবার বদলে দেওয়া হয়েছে লুব্রিকেশন সার্কিট ও ওয়েল পাম্প। এই নতুন আপডেটের ফলে পাওয়ার অ্যাবসর্বশন কম হয়েছে। ফলে হাই স্পিডে আরও মসৃণ হবে বাইকের রাস্তা।
2022 Ducati Panigale V4-এর ইঞ্জিন এখন 3,000 rpm-এ 215.5 hp শক্তি উৎপন্ন করে৷ যা চোখের পলকে দুরন্ত গতি তুলতে সক্ষম।
নতুন Panigale V4 এর শক্তিশালী ইঞ্জিন 123.6 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের সঙ্গে বাজারে কড়া লড়াই হবে BMW S 1000 RR এর। প্রতিযোগিতার দৌড়ে কেউ কাউকে ছাড়বে না বলেই আশা করছে ক্রেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -