Best mileage bike: লিটারে দেয় ৭৫ কিমি পর্যন্ত মাইলেজ, দেখে নিন এই বাইকগুলি
Hero HF Deluxe: এক লিটার পেট্রলে 65 কিলোমিটার পর্যন্ত যায় এই বাইক। এতে একটি 97.2 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 7.91 bhp পাওয়ার জেনারেট করে। এর এক্স-শোরুম মূল্য 51,933 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHonda SP 125: Hero SP 125 এক লিটার পেট্রলে দেয় 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এতে একটি 124 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 10.72 bhp পাওয়ার জেনারেট করে। এর এক্স-শোরুম মূল্য 78847 টাকা।
Bajaj CT 110: Bajaj CT 110 এক লিটার পেট্রলে 70 কিলোমিটার পর্যন্ত যায়। এতে 115cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 8.48 bhp পাওয়ার জেনারেট করে। বাইকের এক্স-শোরুম মূল্য 56,354 টাকা।
TVS Star City Plus: এই বাইক এক লিটার পেট্রলে দেয় 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এতে 109 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 8.08 bhp পাওয়ার জেনারেট করে। এর এক্স-শোরুম মূল্য 69,357 টাকা।
Bajaj Platina 110: এক লিটার পেট্রোলে 70 কিলোমিটার পর্যন্ত যায় এই বাইক। এতে 115cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 8.44 bhp পাওয়ার জেনারেট করে। এই বাইকের এক্স-শোরুম মূল্য 63,018 টাকা।
TVS Sport: এই বাইক এক লিটার পেট্রলে 73 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এতে 109 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 8.18 bhp পাওয়ার জেনারেট করে। এর এক্স-শোরুম প্রাইস 56,966 টাকা।
Bajaj Platina 100: এই বাইক আপনাকে এক লিটার পেট্রলে 75 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এতে একটি 102 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 7.9 bhp পাওয়ার জেনারেট করে। বাইকের এক্স-শোরুম মূল্য 52,865 টাকা।
Bajaj CT 100: এক লিটার পেট্রোলে 75 কিলোমিটার পর্যন্ত যায় এই বাইক। এতে একটি 102 cc ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন 7.79 bhp পাওয়ার জেনারেট করে। এই বাইকের এক্স-শোরুম প্রাইস 52,410 টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -