Best Mileage Bike: লিটারে দেয় ৯৬.৯ কিমি পর্যন্ত মাইলেজ, দেখে নিন এই ৫টি বাইক
Honda SP-125: এই বাইকে 123.94 cc-র ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8PS শক্তি উৎপন্ন করে। এই বাইক এক লিটার পেট্রলে 65 কিমি যেতে পারে। দিল্লির এক্স-শোরুমে Honda SP-125-এর দাম 78,947 টাকা থেকে শুরু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHero HF 100: এতে রয়েছে 97.2cc-র ইঞ্জিন। যা বাইকে 7.91 PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 70 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে Hero HF 100-এর এক্স-শোরুম দাম 53,696 টাকা থেকে শুরু।
TVS Sport: এই বাইকে 99.7 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.1PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 74 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে TVS Sport-এর এক্স-শোরুম মূল্য 58,130 টাকা থেকে শুরু।
Bajaj CT100: এই বাইকে রয়েছে 102cc-র ইঞ্জিন। যা 7.9PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 89.5 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে Bajaj CT 100-র এক্স-শোরুম দাম 53,696 টাকা থেকে শুরু।
Bajaj Platina 100: এতে 102cc-র ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7.9PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 96.9 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে Bajaj Platina 100-র এক্স-শো-রুম প্রাইস 59,040 টাকা থেকে শুরু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -