Bollywood Stars: হাজারে নয়, মাসে কয়েক লাখ টাকা বাড়িভাড়া গোনেন এই বলিউড তারকারা
তারকা যদি ঈশ্বরস্বরূপ হন, তাহলে তাঁর বাড়ি অবশ্যই তীর্থক্ষেত্র। বিশেষ দিনগুলিতে মায়ানগরীতে ‘মন্নত’, ‘জলসা’, ‘গ্যালাক্সি’-র বাইরে জমা ভিড় দেখলেই তা ঠাহর হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোটি কোটি টাকা রোজগার যাঁদের তাঁরা যে একটি বাড়িতে থিতু হবেন না, সে কথা বলাই বাহুল্য। তাই ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে বাড়িভাড়ার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেও পিছপা হন না তাঁরা।
সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। চাইলে বিলাসবহুল বাংলো কিনে নতুন সংসার পাততেই পারতেন তাঁরা। তা না করে বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মার ঠিক পাশেই ডুপ্লে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন নবদম্পতি। তার জন্য মাসে ভাড়া গুনছেন ৮ লক্ষ টাকা।
আস্ত একটি দ্বীপের মালকিন জ্যাকলিন ফার্নান্ডেজও মায়ানগরীতে ভাড়াবাড়িতেই থাকেন। জুহুতে প্রিয়ঙ্কা চোপড়ার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যার মাসিক ভাড়া ৬ লক্ষ ৭৮ হাজার টাকা।
সামনের বছরই গাঁটছড়া বাঁধছেন আলি ফজল এবং রিচা চড্ডা। তবে ঢের আগে থেকেই একছাদের নীচে থাকেন তাঁরা। বর্তমানে সমুদ্রঘেঁষা একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন এই যুগল, মাসে যার ভাড়া ৩ লক্ষ টাকা।
মুম্বইয়ের একটি বিলাবহুল বহুতলে নিজের ফ্ল্যাট রয়েছে দীপিকা পাড়ুকোনের। ওই বহুতলেই তিন বছরের চুক্তিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তাঁর স্বামী রণবীর সিংহ। তার জন্য মাসে মাসে ৭ লক্ষ ২৫ হাজার টাকা ভাড়া গোনেন তিনি।
বক্স অফিসের ‘দাবাঙ্গ’ হলেও ব্যান্ড স্ট্যান্ড এলাকায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ এক কামরার ফ্ল্যাটেই থাকেন সলমন। সম্প্রতি মাসে ৮ লক্ষ ২৫ হাজার টাকায় একটি একটি ডুপ্লে ভাড়া নিয়েছেন তিনি। তবে নিজের জন্য নয়, নিজের প্রযোজনা সংস্থার চিত্রনাট্যকারদের লেখালেখির জন্যই ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন সলমন।
জুহু-ভারসোভা লিঙ্কের একটি বহুতলে তিনটি ফ্ল্যাটের মালিক হৃতিক রোশন। কিন্তু সেখানে মেরামতির কাজ চলায় গত বছর জুহুতে সমুদ্রের ধারে একটি ফ্ল্যাট ভাড়া নেন হৃতিক। তার জন্য মাসে ৮ লক্ষ ২৫ হাজার টাকা ভাড়া গোনেন তিনি।
অখ্যাত থেকে বিখ্যাত হয়ে উঠতে কম পরিশ্রম করেনিন আয়ুষ্মান খুরানা। বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হয়েও আয়ুষ্মান পরিবারকে নিয়ে ভাড়ায় থাকেন। অন্ধেরীতে ৪ হাজার স্কোয়ারফুটের যে ফ্ল্যাটে থাকেন তাঁরা, প্রতি মাসে তার ভাড়া ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
তাঁর মতো অভিনেতা কমই পেয়েছে বলিউড। দেশের অন্দরে তো বটেই, বিদেশেও সুখ্যাতি রয়েছে তাঁর অভিনয় ক্ষমতার। তার পরেও মুম্বইয়ে নিজের বাড়ি কেনেননি নওয়াজউদ্দিন সিদ্দিকি। মাসে ৩ লক্ষ টাকা ভাড়ার ফ্ল্যাটে থাকেন তিনি। তবে আপাতত মুম্বইয়ে বাড়ি কেনার কোনও ইচ্ছাও নেই বলে জানিয়েছেন নওয়াজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -