Ducati Panigale V2 বিশেষ বাইক এল বাজারে, দাম ২১.৩ লক্ষ টাকা
ইতালীয় সুপারবাইক নির্মাতা Ducati ভারতে তাদের Panigale V2 বাইকের একটি বিশেষ অ্যানিভারসারি এডিশন লঞ্চ করেছে। যার মূল্য 21.3 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppDucati India এক বিবৃতিতে জানিয়েছে, The Panigale V2 Bellis First Championship 20th Anniversary সীমিত সংখ্যায় পাবেন ক্রেতারা।
Ducati India জানিয়েছে, এই বাইকটি আপাতত সীমিত সংখ্যায় পাওয়া যাবে। 2001 সালে Troy Bayliss-এর প্রথম বিশ্ব সুপারবাইক খেতাবের Ducati 996R থেকে অনুপ্রাণিত।
কোম্পানি জানিয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ওয়ান সিটারের কারণে এই নতুন ভ্যারিয়েন্টটি Panigale V2-এর রেগুলার মডেলের থেকে তিন কেজি হালকা।
'Panigal V2 Bellis First Championship 20th Anniversary' সংস্করণের বাইকটি একটি 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিনে চলে।
এই 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন 10,750 rpm-এ 155 hp-এর সর্বোচ্চ শক্তি ও 9,000 rpm-এ সর্বাধিক 104 Nm টর্ক জেনারেট করে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -