Ducati Panigale V2 বিশেষ বাইক এল বাজারে, দাম ২১.৩ লক্ষ টাকা
Ducati_Panegale_V2_Special_Anniversary_Edition
1/6
ইতালীয় সুপারবাইক নির্মাতা Ducati ভারতে তাদের Panigale V2 বাইকের একটি বিশেষ অ্যানিভারসারি এডিশন লঞ্চ করেছে। যার মূল্য 21.3 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
2/6
Ducati India এক বিবৃতিতে জানিয়েছে, "The Panigale V2 Bellis First Championship 20th Anniversary" সীমিত সংখ্যায় পাবেন ক্রেতারা।
3/6
Ducati India জানিয়েছে, এই বাইকটি আপাতত সীমিত সংখ্যায় পাওয়া যাবে। 2001 সালে Troy Bayliss-এর প্রথম বিশ্ব সুপারবাইক খেতাবের Ducati 996R থেকে অনুপ্রাণিত।
4/6
কোম্পানি জানিয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ওয়ান সিটারের কারণে এই নতুন ভ্যারিয়েন্টটি Panigale V2-এর রেগুলার মডেলের থেকে তিন কেজি হালকা।
5/6
'Panigal V2 Bellis First Championship 20th Anniversary' সংস্করণের বাইকটি একটি 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিনে চলে।
6/6
এই 955 cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন 10,750 rpm-এ 155 hp-এর সর্বোচ্চ শক্তি ও 9,000 rpm-এ সর্বাধিক 104 Nm টর্ক জেনারেট করে৷
Published at : 19 Mar 2022 10:22 PM (IST)