Electric Bike: এক চার্জে রেঞ্জ ১৮০কিমি, নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হল দেশে
Electric Bike Tork Kratos Launches:বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক কোম্পানি টর্ক মোটরস এবার ভারতে নিয়ে এল তাদের নতুন বৈদ্যুতিক বাইক Kratos। কোম্পানি এই বাইকটি 2টি ভ্যারিয়েন্টে বাজারে আনছে। যেগুলি হল Kratos ও Kratos R।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাইকের দাম শুরু 1.02 লক্ষ টাকা থেকে। এই দাম দিল্লির এক্স শোরুম প্রাইস। এর সঙ্গে ভর্তুকি যুক্ত আছে। টর্ক মোটরস ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু করেছে।
বাইকের ডেলিভারি চলতি বছরের এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহী গ্রাহকরা মাত্র 999 টাকা দিয়ে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে মোটরসাইকেলটি বুক করতে পারেন।
এই বাইকটি 48V-এর সিস্টেম ভোল্টেজ সহ একটি IP67-রেটযুক্ত 4 Kwh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক-সহ আসে। এই বাইক 100 কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি অর্জনের ক্ষমতা ধরে। এর IDC রেঞ্জ হল 180 কিমি। আর বাস্তব দুনিয়ার রেঞ্জ হল 120 কিমি।
এতে রয়েছে অ্যাক্সিয়াল ফ্লাক্স টাইপ বৈদ্যুতিক মোটর। যার সর্বোচ্চ শক্তি 7.5 কিলোওয়াট ও সর্বোচ্চ টর্ক 28 Nm। কোম্পানির দাবি, মাত্র 4 সেকেন্ডে এই গাড়িটি 0-40 kmph গতি তুলতে সক্ষম।
এদিকে হাই-স্পেক Kratos R-এ একটি আরও শক্তিশালী মোটর রয়েছে। যা সর্বোচ্চ 9.0 Kw শক্তি ও 38 Nm পিক টর্ক জেনারেট করে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এটির সর্বোচ্চ গতি 105 kmph।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -