Most Expensive Bikes: ভারতের সবচেয়ে দামী ৫টি বাইক, ছবি সহ জেনে নিন বিশেষত্ব
BMW M 1000 RR এর দাম ৪২ লক্ষ টাকা থেকে শুরু। যার টপ ভ্যারিয়েন্টের দাম ৪৫ লক্ষ টাকা। এই বাইকে রয়েছে একটি ৯৯৯ সিসি, ৪ সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন। যা ১৩,০০০ rpm-এ ২০৫ hp পাওয়ার ও ১১,০০০ rpm টর্কে ৮৩ lbs-ft উৎপন্ন করে৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppHarley-Davidson Road Glide Special এর দাম ৩৪.৯৯ লক্ষ টাকা। এতে রয়েছে ১৮৬৮ CC, Milwaukee-Eight™ ১১৪ ইঞ্জিন। ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে চলে এই বাইক। এর ওজন ৩৮৭ কেজি। এর পাল্প ট্যাঙ্ক ২২.৭ লিটার।
Honda Goldwing Tour এর দাম ৩৭.২০ লক্ষ টাকা থেকে শুরু।টপ ভ্যারিয়েন্টের দাম ৩৯.১৬ লক্ষ টাকা। এতে ১৮৩৩cc-র একটি ইঞ্জিন রয়েছে। যা ১২৬hp শক্তি ও ১৭০Nm টর্ক জেনারেট করে। এটি একটি ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেড উইন্ডস্ক্রিন। ক্রুজ কন্ট্রোল ৭.০ ইঞ্চি টিএফটি ডিসপ্লে ও অ্যাপল কারপ্লে রয়েছে বাইকে।
Indian Roadmaster রোডমাস্টারের দাম ৪৩.২১ লক্ষ টাকা থেকে শুরু। এর টপ ভ্যারিয়েন্টের দাম ৪৩.৯৬ লক্ষ টাকা৷ এতে ১৮১১ cc-র একটি ইঞ্জিন রয়েছে। যা ১০০ bhp শক্তি ও ১৩৮.৯ Nm টর্ক জেনারেট করে। এই বাইকে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন। এর ফুয়েল ট্যাঙ্ক ২০.৮ লিটার।
Kawasaki Ninja H2R র দাম ৭৯.৯০ লক্ষ টাকা। এটি একটি লিকুইড-কুলড, ৪স্ট্রোক ইন-লাইন ফোর ইঞ্জিন। যাতে ৯৯৮ সিসি সুপারচার্জার মেকানিজম রয়েছে। যা ২২৮.০ কিলোওয়াট থেকে ২৪০.০ কিলোওয়াট ও ১৬৫ Nm টর্কের শক্তি উৎপন্ন করতে পারে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -