Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয়
![Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয় Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/9e529e6f48adaa78e96d80ad93e3285e40234.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয় Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/18e2999891374a475d0687ca9f989d8324660.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আজাজের জন্ম মুম্বইয়ে। পরে পরিবারের সঙ্গে দেশ ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন।
![Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয় Ind vs NZ: সচিন-দ্রাবিড়ের নামে নামকরণ, ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন এই ভারতীয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/0e7372bd3613c5a3a31d5adee045135aa5856.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আজাজের বয়স তখন মাত্র ৮ বছর। সেখানেই ক্রিকেট শিক্ষা।
প্রথমে পেসার ছিলেন। যখন পেস বোলিং ছেড়ে স্পিনার হন, তখন আজাজের বয়স ২০ পেরিয়ে গিয়েছে।
৩৩ বছরের আজাজের চেয়ে ঠিক ১১ বছরের ছোট রচিন।
তাঁর জন্ম ওয়েলিংটনে। কিন্তু বাবা ও গোটা পরিবার ক্রিকেটের ভক্ত। আর সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কে কার্যত দেবতা জ্ঞানে পুজো করেন।
দুই কিংবদন্তিকে নিয়ে বাড়িতে এমনই উন্মাদনা যে, ছেলের নামকরণের সময়ও তার প্রভাব পড়েছিল।
সচিন ও রাহুলের নামের সঙ্গে ছন্দ মিলিয়ে তাই ছেলের নাম রাখা হল রচিন।
কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার - আজাজ পটেল ও রচিন রবীন্দ্র। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।
যাবতীয় প্রতিকূলতা সামলে নিউজিল্যান্ডকে ১৬৫/৯ স্কোরে পৌঁছে দেন আজাজ ও রচিন। ভারতের বিরুদ্ধে প্রবল চাপের মুখেও টেস্ট ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ছবি - নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও রচিন রবীন্দ্রর ইনস্টাগ্রাম থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -