Harley Davidson Nightster: হার্লে ডেভিডসন নাইটস্টার আসছে ভারতে, দেখে নিন কেমন লুক বাইকের

Harley_Davidson_

1/8
Harley-Davidson ভারতে নতুন 2022 Nightster লঞ্চ হতে চলেছে। কোম্পানির ওয়েবসাইটে নতুন হার্লে-ডেভিডসন নাইটস্টারের ছবি দিয়েছে কোম্পানি। তবে লঞ্চের তারিখ প্রকাশ করেনি হার্ল। ছবি দেখে জেনে নেওয়া যাক বাইকের স্পেকস ও পাওয়ার।
2/8
হার্লে-ডেভিডসন নাইটস্টার একটি 975cc লিকুইড-কুলড 60-ডিগ্রি ভি-টুইন ইঞ্জিনে চলবে। যাতে সাহায্য করবে স্লিপ মেকানিক্যাল ওয়েট ক্লাচ সহ একটি সিক্স-স্পিড ট্রান্সমিশন।
3/8
নাইটস্টারের ইঞ্জিন 7,500 rpm-এ 90 bhp শক্তি ও 5,000 rpm-এ 95 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। বাইকটিতে তিনটি ভিন্ন রাইড মোড রেইন, রোড ও স্পোর্ট পাবেন।
4/8
নতুন হার্লে-ডেভিডসন নাইটস্টার তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে। ভিভিড ব্ল্যাক, গানশিপ গ্রে ও রেডলাইন রেডে পাবেন এই বাইক।
5/8
বাইকটিতে 19-ইঞ্চি সামনে ও 16-ইঞ্চি পিছনে কাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল পাওয়া যাবে। সামনে 320 এমএম ডিস্ক সহ একটি ফোর-পিস্টন ক্যালিপার ও পিছনে 260 এমএম ডিস্ক সহ সিঙ্গল-পিস্টন ক্যালিপার থাকবে।
6/8
মোটরসাইকেলটিতে ABS ও একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও পাবেন। বাইকের সামনে ও পিছনে ফেন্ডার, একটি গোল হেডল্যাম্প ও একটি সোলো ববার সিট দেওয়া হয়েছে।
7/8
এই বাইকে বিশে, একজস্ট নোট দিয়েছে হার্লে। যা অনেক ব্রিটেশ মেড বাইককেও কড়া প্রতিযোগিতা দেবে।
8/8
ভারতে হার্লের প্রতিযোগাী হিসাবে রয়েছে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, শীঘ্রই ৬৫০ সিসির বেশি ইঞ্জিনের বাইক লঞ্চ করবে এনফিল্ড।
Sponsored Links by Taboola