Harley Davidson Nightster: হার্লে ডেভিডসন নাইটস্টার আসছে ভারতে, দেখে নিন কেমন লুক বাইকের
Harley-Davidson ভারতে নতুন 2022 Nightster লঞ্চ হতে চলেছে। কোম্পানির ওয়েবসাইটে নতুন হার্লে-ডেভিডসন নাইটস্টারের ছবি দিয়েছে কোম্পানি। তবে লঞ্চের তারিখ প্রকাশ করেনি হার্ল। ছবি দেখে জেনে নেওয়া যাক বাইকের স্পেকস ও পাওয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্লে-ডেভিডসন নাইটস্টার একটি 975cc লিকুইড-কুলড 60-ডিগ্রি ভি-টুইন ইঞ্জিনে চলবে। যাতে সাহায্য করবে স্লিপ মেকানিক্যাল ওয়েট ক্লাচ সহ একটি সিক্স-স্পিড ট্রান্সমিশন।
নাইটস্টারের ইঞ্জিন 7,500 rpm-এ 90 bhp শক্তি ও 5,000 rpm-এ 95 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। বাইকটিতে তিনটি ভিন্ন রাইড মোড রেইন, রোড ও স্পোর্ট পাবেন।
নতুন হার্লে-ডেভিডসন নাইটস্টার তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে। ভিভিড ব্ল্যাক, গানশিপ গ্রে ও রেডলাইন রেডে পাবেন এই বাইক।
বাইকটিতে 19-ইঞ্চি সামনে ও 16-ইঞ্চি পিছনে কাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল পাওয়া যাবে। সামনে 320 এমএম ডিস্ক সহ একটি ফোর-পিস্টন ক্যালিপার ও পিছনে 260 এমএম ডিস্ক সহ সিঙ্গল-পিস্টন ক্যালিপার থাকবে।
মোটরসাইকেলটিতে ABS ও একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও পাবেন। বাইকের সামনে ও পিছনে ফেন্ডার, একটি গোল হেডল্যাম্প ও একটি সোলো ববার সিট দেওয়া হয়েছে।
এই বাইকে বিশে, একজস্ট নোট দিয়েছে হার্লে। যা অনেক ব্রিটেশ মেড বাইককেও কড়া প্রতিযোগিতা দেবে।
ভারতে হার্লের প্রতিযোগাী হিসাবে রয়েছে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। শোনা যাচ্ছে, শীঘ্রই ৬৫০ সিসির বেশি ইঞ্জিনের বাইক লঞ্চ করবে এনফিল্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -