Harley Davidson Sportster S এল বাজারে, দেখে নিন দাম ও ছবি
Harley_Davidson_Sportster S : এক কথায় পাওয়ার মেশিন।
1/7
Harley Davidson Sportster S Launch: ভারতে এল Harley-Davidson S। রেভোলিউশন ম্যাক্স ইঞ্জিন-সহ Sportsster S লঞ্চ করল কোম্পানি। এর দাম রাখা হয়েছে 15.51 লক্ষ টাকা। স্পোর্টস্টার এস আমেরিকান মোটরবাইক কোম্পানির সবচেয়ে উন্নত ক্রুজারগুলির মধ্যে একটি।
2/7
এই বাইকে রয়েছে লিকুইড-কুলিং, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট রোটেশনাল ভালভ টাইমিংয়ের মতো প্রযুক্তি। Harley-Davidson Sporter S তিনটি রঙের অপশনে পাওয়া যায়। Vivid Black, Stone Wash White Pearl ও Midnight Crimson-এ পাবেন এই বাইক।
3/7
Harley-Davidson Sportsster S-এর ইঞ্জিন 119.3bbhp পাওয়ার ও 127.4Nm পিক টর্ক জেনারেট করে। এতে একটি 6 স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ দেওয়া রয়েছে।
4/7
এই বাইকে একটি বৃত্তাকার 4.0-ইঞ্চি TFT স্ক্রিন রয়েছে। যাতে ইনফোটেইনমেন্টের যাবতীয় ব্যবস্থা রয়েছে। এটি নেভিগেশন ও অন্যান্য ফাংশন করতে সক্ষম। এই বাইকে ব্লুটুথও দেওয়া রয়েছে।
5/7
হার্লের এই বাইকে এলইডি লাইটিং, ক্রুজ কন্ট্রোল ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এতে রোড, স্পোর্টস, রেইন ও কাস্টম-এর মতো চারটি রাইডিং মোড রয়েছে।
6/7
এই বাইকে রয়েছে লিকুইড-কুলিং, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট রোটেশনাল ভালভ টাইমিংয়ের মতো প্রযুক্তি। Harley-Davidson Sporter S তিনটি রঙের অপশনে পাওয়া যায়। Vivid Black, Stone Wash White Pearl ও Midnight Crimson-এ পাবেন এই বাইক।
7/7
আমেরিকান এই ক্রজারে কর্নারিং এনহ্যান্সড অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (C-ABS) দেওয়া রয়েছে। এতে একটি 320 এমএম ডিস্ক ও একটি 260 এমএম ডিস্ক রয়েছে।
Published at : 05 Dec 2021 06:21 PM (IST)