Harley Davidson Sportster S এল বাজারে, দেখে নিন দাম ও ছবি
Harley Davidson Sportster S Launch: ভারতে এল Harley-Davidson S। রেভোলিউশন ম্যাক্স ইঞ্জিন-সহ Sportsster S লঞ্চ করল কোম্পানি। এর দাম রাখা হয়েছে 15.51 লক্ষ টাকা। স্পোর্টস্টার এস আমেরিকান মোটরবাইক কোম্পানির সবচেয়ে উন্নত ক্রুজারগুলির মধ্যে একটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাইকে রয়েছে লিকুইড-কুলিং, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট রোটেশনাল ভালভ টাইমিংয়ের মতো প্রযুক্তি। Harley-Davidson Sporter S তিনটি রঙের অপশনে পাওয়া যায়। Vivid Black, Stone Wash White Pearl ও Midnight Crimson-এ পাবেন এই বাইক।
Harley-Davidson Sportsster S-এর ইঞ্জিন 119.3bbhp পাওয়ার ও 127.4Nm পিক টর্ক জেনারেট করে। এতে একটি 6 স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ দেওয়া রয়েছে।
এই বাইকে একটি বৃত্তাকার 4.0-ইঞ্চি TFT স্ক্রিন রয়েছে। যাতে ইনফোটেইনমেন্টের যাবতীয় ব্যবস্থা রয়েছে। এটি নেভিগেশন ও অন্যান্য ফাংশন করতে সক্ষম। এই বাইকে ব্লুটুথও দেওয়া রয়েছে।
হার্লের এই বাইকে এলইডি লাইটিং, ক্রুজ কন্ট্রোল ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এতে রোড, স্পোর্টস, রেইন ও কাস্টম-এর মতো চারটি রাইডিং মোড রয়েছে।
এই বাইকে রয়েছে লিকুইড-কুলিং, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট রোটেশনাল ভালভ টাইমিংয়ের মতো প্রযুক্তি। Harley-Davidson Sporter S তিনটি রঙের অপশনে পাওয়া যায়। Vivid Black, Stone Wash White Pearl ও Midnight Crimson-এ পাবেন এই বাইক।
আমেরিকান এই ক্রজারে কর্নারিং এনহ্যান্সড অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (C-ABS) দেওয়া রয়েছে। এতে একটি 320 এমএম ডিস্ক ও একটি 260 এমএম ডিস্ক রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -