Royal Enfield Update: আসছে রয়্যাল এনফিল্ডের এই ৫ শক্তিশালী বাইক, চলতি বছরেই হবে লঞ্চ
Royal Enfield Hunter 350: হান্টার 350, মিটিওর 350 ও নতুন-জেনারেশন ক্লাসিক 350-র পরে আসন্ন রয়্যাল এনফিল্ডটি হবে RE-র থার্ড প্রোডাক্ট যা J-Series প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। হান্টার 350 একটি রোডস্টার বাইক যা তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বাইকটি একটি 349cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার ও অয়েল-কুলড, 5-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলে। এটি 2022 সালের জুনে লঞ্চ হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNew-Gen Royal Enfield Bullet 350: Royal Enfield 2022 সালে লঞ্চ করা সবচেয়ে বড় বাইকগুলির মধ্যে একটি হল নতুন প্রজন্মের বুলেট। নতুন-জেনারেশন বুলেট 350 RE-র নতুন J-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। যা Meteor 350 ও নতুন প্রজন্মের Classic 350-কেও টেক্কা দিতে পারে। এটি একটি 349cc, সিঙ্গল সিলিন্ডার, এয়ার ও অয়েল-কুলড ইঞ্জিন থেকে শক্তি সংগ্রহ করবে। লঞ্চ হলে এটি হবে ভারতের সবচেয়ে সস্তা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। নভেম্বর 2022-এ লঞ্চ হতে পারে এই বাইক।
Royal Enfield ShotGun 650 (SG 650): রয়্যাল এনফিল্ড শটগান 650 এই বছরের শেষের দিকে বা পরের বছরের শুরুতে লঞ্চ হতে পারে। SG 650 প্রথম EICMA 2021-এ Bobber concept হিসেবে প্রদর্শিত হয়েছিল। এখন ভারতে এর পরীক্ষামূলক পরীক্ষা চলছে। এটি আক্রমনাত্মক এরগনোমিক্স সহ একটি ববার-স্টাইলের ক্রুজার মোটরসাইকেল হতে পারে। রয়্যাল এনফিল্ড শটগান 650 সুপার মিটিওর 650 এর সাথে তার পাওয়ারট্রেন শেয়ার করবে। এটি ভারতে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল RE হতে পারে।
Royal Enfield Classic 350 Bobber: এই বাইক ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। এখন তার বাজারে এই বাইকের সবচেয়ে বেশি বিক্রি। এই টু-হুইলারকে আরও স্পোর্টিয়ার করতে কোম্পানিটি একটি সিঙ্গল সিট-সহ ববার সংস্করণ চালু করার পরিকল্পনা করছে। যদিও ইঞ্জিনটি স্ট্যান্ডার্ড ক্লাসিক 350-এর মতোই থাকবে। RE থেকে আসন্ন ববার মোটরসাইকেল আপডেটেড আর্গোনোমিক্স পেতে পারে। এর লড়াই হবে Jawa Perak-এর সঙ্গে। এটি 2022 সালের ডিসেম্বরে বা পরের বছরের শুরুতে লঞ্চ করা হতে পারে।
Royal Enfield Scram 411 2022: সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে এই বাইক। এর দাম 2.03 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে, এক্স-শোরুম৷ রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 হিমালয়ের আরও একটি রোড বেস সংস্করণ। এটি হিমালয়ান থেকে একই 411cc সিঙ্গল-সিলিন্ডার, SOHC, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন পেয়েছে। যা একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়।
Royal Enfield Super Meteor 650cc: সেগমেন্টে বেশ কয়েকটি নতুন অফার সহ RE 650cc-তেও নতুন প্রোডাক্ট আনছে। কোম্পানির আসন্ন পাওয়ার ক্রুজার Royal Enfield Super Meteor 650 ইতিমধ্যেই ভারতে পরীক্ষার জন্য পাস্তায় নামানো হয়েছে। ইন্টারসেপ্টর 650 একটি 648cc প্যারালাল-টুইন, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন পাবে বলে আশা করা হচ্ছে। তবে এতে সামান্য পরিবর্তন থাকবে। ইঞ্জিনটি একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে দেওয়া হবে। এটি অগাস্ট 2022-এ লঞ্চ হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -