Top Bikes Under 1 Lakh: এক লাখ টাকার নিচে পান এই পাওয়ারফুল ৫টি বাইক, দেখে নিন স্পেকস, ফিচার
Top Bikes Under 1 Lakh in India: আপনি যদি বাইক কিনতে ১ লাখ টাকা খরচ করবেন বলে ভেবে থাকেন, তাহলে আমরা আপনাকে দেব ৫টি পাওয়ারফুল বাইক কেনার অপশন। এই বাইকগুলির এক্স-শোরুম প্রাইস এক লাখ টাকার কম। দেখে নিন এর স্পেকস, ফিচার ও দাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBajaj Pulsar 150: এই গাড়িতে 149.5 cc ইঞ্জিন রয়েছে। যা 14 Bhp ও 13 Nm টর্ক জেনারেট করে৷ এটি একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের বাইক। এটির তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে - নিয়ন, স্ট্যান্ডার্ড ও টুইন ডিস্ক। এর দাম 98,291 টাকা থেকে শুরু হয়। টপ মডেল 107,366 টাকায় পাওয়া যায়। এটি দিল্লির এক্স শোরুম প্রাইস।
Honda Unicorn এর ইঞ্জিন 162.7 CC। এতে পাঁচটি গিয়ার রয়েছে। এই মডেলটি 13 Bhp ও 14 Nm পিক টর্ক জেনারেট করে। বাইকে টিউবলেস টায়ার ও ইঞ্জিন স্টপ সুইচ দেওয়া হয়েছে। এতে ABS সহ ফ্রন্ট ডিস্ক ব্রেকও রয়েছে। Unicorn এর দাম 98,931 টাকা (এক্স-শোরুম দিল্লি)।
হিরো গ্ল্যামারে পাবেন 124.7 cc ইঞ্জিন। এটি 55 kmpl মাইলেজ দেয়। এতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক 10 লিটারের। এর দাম 75,900 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
Bajaj Pulsar NS 125: বাজাজ পালসার NS 125 হল বাজাজ পালসার সিরিজের এন্ট্রি-লেভেল বাইক। 124.45 cc SOHC, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে বাইকে। যা 12 bhp ও 11 Nm পিক টর্ক জেনারেট করে। এর দাম 98,234 টাকা (এক্স-শোরুম দিল্লি)।
TVS Raider বাইকে রয়েছে 124.8 cc ইঞ্জিন। যা 11 Bhp @ 7,500 rpm শক্তি ও 11 Nm @ 6,000 rpm পিক টর্ক জেনারেট করে। এতে রয়েছে 5স্পিড গিয়ারবক্স। এটি 67 kmpl মাইলেজ দেয়। TVS Raider-এর দাম Rs.77,500 (এক্স-শোরুম, দিল্লি)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -