Yezdi Roadster, Scrambler, Adventure এল বাজারে, দেখে নিন বাইকগুলির দুর্দান্ত লুক ও ফিচার
ইয়েজদি স্ক্র্যাম্বলারে একটি 334-সিসি, সিঙ্গল সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। এতেও রয়েছে একটি 6-স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইয়েজদি স্ক্র্যাম্বলার ইঞ্জিন 29.1 PS সর্বোচ্চ শক্তি ও 28.2 Nm পিক টর্ক জেনারেট করে।
ইয়েজদি স্ক্র্যাম্বলারের দাম 2.05 লক্ষ টাকা থেকে 2.11 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
ইয়েজদি রোডস্টার একটি 334-সিসি, সিঙ্গল সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনে চলে। বাইকে দেওয়া হয়েছে একটি 6-স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স।
ইয়েজদি রোডস্টারের ইঞ্জিন 29 PS সর্বোচ্চ শক্তি ও 29 Nm পিক টর্ক জেনারেট করতে পারে।
ইয়েজদি রোডস্টারের দাম 1.98 লাখ টাকা থেকে 2.06 লাখ টাকা (এক্স-শোরুম)।
ইয়েজদি অ্যাডভেঞ্চার একটি 334-সিসি, সিঙ্গল সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত বাইক। এতে রয়েছে একটি 6-স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স।
ইয়েজদি অ্যাডভেঞ্চার ইঞ্জিন 30.2 PS সর্বোচ্চ শক্তি ও 29.9 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম।
ইয়েজদি অ্যাডভেঞ্চারের দাম 2.10 লক্ষ টাকা থেকে 2.19 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -