Winter Fashion Tips: গরমের পোশাকই শীতে, শুধু পাল্টে নিন পরার ধরন
শীতকাল মানেই আলমারি থেকে জ্যাকেট, সোয়েটার নামানো। আর তুলে রাখা গরমের হালকা পোশাক। তার উপর শীতের আলাদা কেনাকাটাও রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু নতুন পোশাক না কিনে, গ্রীষ্মের হালকা পোশাকই একটু অন্য ভাবে চালিয়ে নেওয়া যায় শীতে। তাতে খরচও বাঁচবে, আবার পুরনো জামা-কাপড়ের সঠিক ব্যবহারও হবে।
গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে হটপ্যান্ট, শর্টস বেছে নেন অনেকেই। শীতকালেও হটপ্যান্ট পরার কথা শুনে নাক না সিঁটকে, একজোড়া স্টকিংস দিয়ে বাজিমাত সম্ভব। এতে ঠান্ডাও লাগবে না, আবার ফ্যাশন ট্রেন্ডও বজায় থাকবে।
একই কথা প্রযোজ্য শর্ট বা মিনি স্কার্টের ক্ষেত্রেও। স্টকিংস, টাইট থাকলে শীতকালেও শর্টস্কার্ট পরে বেরোতে পারবেন। তার সঙ্গে হাঁটু পর্যন্ত বুটসও পরতে পারেন।
ফ্রক বা স্লিপ ড্রেসে আলমারি ঠাসা থাকলেও, শীত কেটে যায় জিনস-আর জ্যাকেটে। তা না করে টার্টল নেক সোয়েটারের উপর ফ্রক চাপিয়ে নিয়ে পারেন।
শীতকালে অফ শোল্ডার টপ বা সোয়েটারে আপত্তি! কায়দা করে স্কার্ফ জড়িয়ে নিলেই চিন্তা নেই। আবার অফশোল্ডার সোয়েটারের নীচে শার্ট পরে লেয়ারের দিকেও যেতে পারেন।
ফ্রক বা স্লিপ ড্রেসে আলমারি ঠাসা থাকলেও, শীত কেটে যায় জিনস-আর জ্যাকেটে। তা না করে টার্টল নেক সোয়েটারের উপর ফ্রক চাপিয়ে নিয়ে পারেন।
শীতকালে দিব্যি চলতে পারে ক্রপ টপও। শুধু আগে হাইনেক সোয়েটার পরে তার উপর ক্রপ টপ পরুন। আবার লম্বা ঝুলের কোটের নীচেও ক্রপ টপ পরতে পারেন।
ডেনিম জ্যাকেট চাপালেও, শীতে পরতে পারছেন না খাটো ঝুলের ডেনিম ড্রেস! উপায় রয়েছে হাতের কাছেই। জামার উপর কোমর পর্যন্ত ঝুলের সোয়েটার বা জ্যাকেট। সঙ্গে হাঁটু পর্যন্ত বুটস অথবা স্টকিংস।
গরমে ম্যাক্সিড্রেস আরামদায়ক হলেও, শীতে তা পরতে হলে কারিকুরি দরকার। জামার উপরে লেদার জ্যাকেট চাপিয়ে নিন শুধু। পায়ের কাছে স্লিট থাকলে লেগিংস পরতে পারেন।
কর্পোরেট অফিসের স্মার্ট পেনসিল স্কার্ট পরতে পারেন ঢিলে সোয়েটারের সঙ্গে। পায়ে থাকুক স্টিলেটো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -