BMW i4 eDrive40: এই রকম গাড়ি আগে দেখেননি, এক চার্জে যাবে ৫৯০ কিমি
বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি বলতেই ১ কোটি টাকার নিচে ভাবেন না ক্রেতারা। সম্প্রতি ক্রেতাদের সেই ধারণাকে বদলে দিয়েছে BMW i4 eDrive40। প্রিমিয়াম গাড়ির বিভাগে 70 লক্ষ টাকার নিচে এই গাড়ির দাম ঘোষণা করেছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বব্যাপী 4 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গাড়ি। একে বিএমডব্লিউ 3 সিরিজের একটি স্পোর্টি কুপে সংস্করণ বলা যেতে পারে।
বড় গ্রিলের পাশাপাশি এতে পাতলা LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এটি একটি স্পোর্টস কার যা রুফলাইনের সঙ্গে পিছনের টেইল লাইট মিশিয়ে দিয়েছে। এতে রয়েছে 19 ইঞ্চির চাকা।
ভারী দরজাটি খুললে যেকোনও স্পোর্টস কারের কথা মনে করাবে গাড়ি। এখানেও নিচু হয়ে বসতে হবে চালকের আসনে। সেই ভাবেই বিএমডব্লিউ স্টিয়ারিং বা ড্যাশবোর্ড ডিজাইন করা হয়েছে। i4-এ একটি বিশাল 14.9-ইঞ্চি টাচস্ক্রিন চমৎকার ডিসপ্লে দেখতে পাবেন।
কেবিনে পাবেন, 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমের 17টি স্পিকার। এই গাড়িতে পাবেন 470লিটারের বুট স্পেস।
এই গাড়ির ব্যাটারি প্যাকটি মেঝের মধ্যে দেওয়া হয়েছে। এতে একটি পাতলা ব্যাটারি (110 এমএম) ও 590 কিলোমিটার (অফিশিয়াল) রেঞ্জ দাবি করে কোম্পানি। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে এই গাড়ির ঘণ্টা 5.7 সেকেন্ড সময় লাগে।
গাড়ির গতি নিয়ে সন্দেহ ছিল না আমাদের। তবে গতির পাশাপাশি i4 আরামদায়ক অভিজ্ঞদতা দেবে আপনাকে। RWD (রেয়ার এক্সেল এয়ার সাসপেনশন সহ) i4 চালানো সহজ। এর রাইড কোয়ালিটি আপনাকে হতবাক করে দেবে।
125 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। আমরা কিছু বড় স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িতে কোনও সমস্যা হয়নি। ইভির কারণে এই গাড়ি চলার সময় আওয়াজ পাবেন না আপনি।
কমফোর্ট মোডে ট্রাফিকের জন্য নিখুঁত অভিজ্ঞতা দেবে গাড়ি। দৈনন্দিন ব্যবহারের জন্য, আমরা এটি সুপারিশ করব। এর ব্রেকিং ও স্টিয়ারিং যেকোনও BMW-র মতো মান বজায় রাখে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -