BMW THE i4: ভারতে ৭০ লাখের ইভি সেডান আনল বিএমডব্লিউ, দেখে নিন ছবি
ভারতের বাজারে আরও একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল BMW। আগেই দেশে আইএক্স ও মিনি ইলেকট্রিকের মতো গাড়ি এনেছে এই জার্মানির বিলাসবহুল গাড়ি-নির্মাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার কোম্পানি নিয়ে এসেছে BMW i4 ইলেকট্রিক সেডান।
590km রেঞ্জ দেয় i4। বিশাল 83.9 kWh ব্যাটারি প্যাকের কারণেই এই রেঞ্জ দেওয়ার ক্ষমতা ধরে এই ইলেকট্রিক সেডান।
BMW I4 3 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যাতে স্পোর্টি ডিজাইন ও স্টাইলিংয়ের পাশাপাশি কুপে লুক পাবেন ক্রেতা।
সর্বাধুনিক আইড্রাইভ ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নতুন 12.3 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও এতে পাবেন 14.9 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট।
আই 4 এর দাম 69.90 লক্ষ টাকা রাখা হয়েছে। এই দামের ফলে প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে এই সেডান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -