BMW THE i4: ভারতে ৭০ লাখের ইভি সেডান আনল বিএমডব্লিউ, দেখে নিন ছবি
BMW THE i4
1/6
ভারতের বাজারে আরও একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল BMW। আগেই দেশে আইএক্স ও মিনি ইলেকট্রিকের মতো গাড়ি এনেছে এই জার্মানির বিলাসবহুল গাড়ি-নির্মাতা।
2/6
এবার কোম্পানি নিয়ে এসেছে BMW i4 ইলেকট্রিক সেডান।
3/6
590km রেঞ্জ দেয় i4। বিশাল 83.9 kWh ব্যাটারি প্যাকের কারণেই এই রেঞ্জ দেওয়ার ক্ষমতা ধরে এই ইলেকট্রিক সেডান।
4/6
BMW I4 3 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যাতে স্পোর্টি ডিজাইন ও স্টাইলিংয়ের পাশাপাশি কুপে লুক পাবেন ক্রেতা।
5/6
সর্বাধুনিক আইড্রাইভ ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নতুন 12.3 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও এতে পাবেন 14.9 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট।
6/6
আই 4 এর দাম 69.90 লক্ষ টাকা রাখা হয়েছে। এই দামের ফলে প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে এই সেডান।
Published at : 27 May 2022 01:07 PM (IST)