Bollywood Highest Taxpayers: কোটি-কোটি টাকা দেন ইনকাম ট্যাক্স, বলিউডে সবচেয়ে বেশি কর দেন কারা ?

Bollywood Celebs

1/11
Income Tax: ৩১ জুলাই দেশে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। সাধারণ মানুষের মতো বলিউড তারকারাও ফাইল করবেন আইটিআর রিটার্ন। জানেন বলিউডে কোন সেলেব সবথেকে বেশি কর দেন।
2/11
পরিসংখ্যান বলছে, বলিউডে সর্বোচ্চ ট্যাক্স দেন অক্ষয় কুমার। ২০২২ সালের আয়কর বিভাগের নথি সেই কথাই বলছে। গত অর্থবর্ষে মোট ২৯.৫ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন তিনি।
3/11
অক্ষয় কুমারের মোট সম্পদ ২০০০ কোটি টাকা। তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা যিনি ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাক্টরদের তালিকায় স্থান পেয়েছেন। রিপোর্ট বলছে, অক্ষয় কুমার বছরে ৪৮৬ কোটি টাকা আয় করেন।
4/11
সর্বোচ্চ কর দেওয়ার জন্য অক্ষয় কুমারকে আয়কর বিভাগ 'সম্মানপত্র'ও দিয়েছে। এক সময় এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ট্যুইটারের শিরোনামে ছিল অক্ষয় কুমারের সর্বোচ্চ কর দেওয়ার খবর।
5/11
বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চনও বর্তমান চলচ্চিত্র অভিনেতাদের চেয়ে বেশি কর দেন। রিপোর্ট অনুযায়ী,বলিউডের শাহেনশাহ ২০১৮-১৯ অর্থবর্ষে ৭০ কোটি টাকা কর দিয়েছেন।
6/11
রিপোর্ট বলছে, অমিতাভ বচ্চনের মোট সম্পত্তি ৩৩৯৬ কোটি টাকা। এই আয় ফিল্ম ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন তিনি। বর্তমানে বিগ বি একটি ছবির জন্য ৫ কোটি টাকা নেন।
7/11
বলিউডে সর্বোচ্চ কর দেওয়ার দৌড়ে নাম রয়েছে 'গ্রিক গড' হৃতিক রোশনের। একবার আগাম কর হিসাবে ৮০ কোটি টাকা দিয়েছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, অভিনেতা প্রতি বছর ট্যাক্স হিসাবে প্রায় ২৫.৫ কোটি টাকা আয়কর জমা দেন।
8/11
বলিউডের 'কিং খান' অর্থাৎ শাহরুখ খানের রয়েছে ৫৯১০ কোটি টাকার সম্পত্তি। ২০২২ সালে তিনি আয়কর হিসাবে প্রায় ২২ কোটি টাকা দিয়েছেন।
9/11
এই তালিকায় নাম রয়েছে বলিউডের 'ভাইজান' সলমান খানের। বলা হয়, শীর্ষস্থানীয় করদাতাদের মধ্যে তিনি একজন। কিছুদিন আগে তিনি প্রায় ৮৮ কোটি টাকা কর দিয়েছেন।
10/11
'কমেডি কিং' কপিল শর্মারও নাম রয়েছে বলিউডের সর্বোচ্চ করদাতাদের দৌড়ে। টিভি শোতে কাজ করে অনেক বলিউড তারকাদের থেকে বেশি কর দেন তিনি। প্রতি বছর প্রায় ২৩.৯ কোটি টাকা ট্যাক্স দেন কপিল। টেলিভিশন আয়ের পাশাপাশি সিনেমায় অভিনয় করেও তিনি ভাল আয় করেন।
11/11
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের মধ্যে নাম রয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলা হয়, ২০১৬-১৭ সালে তিনি মোট ১০ কোটি টাকা কর দিয়েছেন।
Sponsored Links by Taboola