Multibagger Stock: ২ বছরে ৮২৬ শতাংশ রিটার্ন ! এই স্টকে বিপুল মুনাফা
দেশের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ বিএসইর স্টকে বিগত ৫ বছরে পকেট ভরিয়েছে বিনিয়োগকারীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্টক যাদের কেনা ছিল তারা এই ২০২৪ সালের শুরু থেকেই বিপুল মুনাফা করেছেন, দুরন্ত গতিতে ছুটেছে এই স্টক।
এই বছরের শুরু থেকে এই স্টকে ১৫০ শতাংশ রিটার্ন এসেছে এবং বিগত দুদিনে মাত্র এই স্টকের দাম বেড়ে গিয়েছে ২০ শতাংশ।
জানুয়ারি মাস থেকে এই মাস পর্যন্ত বিএসইর স্টক ২২০০ টাকার স্তর থেকে উঠে এসেছে ৫৪০০ টাকার স্তরে।
২০১৭ সালে এই স্টক এক্সচেঞ্জের আইপিও এসেছিল শেয়ার প্রতি ৮০৬ টাকার ইস্যু প্রাইসে। সেখান থেকে আজকের দামে ৩০ গুণ বেড়ে গিয়েছে স্টকে বিনিয়োগের টাকা।
মাত্র ২ বছরেই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার থেকে বিনিয়োগকারীরা ৮২৬ শতাংশ রিটার্ন পেয়েছেন। বাজারের সবথেকে বড় মাল্টিব্যাগার এটিই।
২০২২ সালে এই সংস্থা তাদের বিনিয়োগকারীদের জন্য ২:১ অনুপাতে বোনাস শেয়ারের ঘোষণাও করেছিল।
শুক্রবার বাজার বন্ধের সময়েই এই স্টকের দাম একলাফে ৪.৫৩ শতাংশ বেড়ে ৫৪৪৫ টাকায় বন্ধ হয়েছিল, এক ধাক্কায় স্টকের দাম বেড়েছিল ২২৭ টাকা।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -