BSNL: মাত্র ১ টাকাতেই নতুন সিম ! আনলিমিটেড কল, দিনে ২ জিবি করে ডেটা; BSNL-এর এই অফার নিতে কী করবেন
BSNL Offer: এই সিমে আপনি পাবেন দৈনিক আনলিমিটেড কলিং এবং ২ জিবি করে ডেটার সুবিধে। তবে এই অফার চলবে শুধু ৩১ অগাস্ট পর্যন্ত। কীভাবে নেবেন এই অফার ?
Continues below advertisement
বিএসএনএলের দুরন্ত অফার
Continues below advertisement
1/10
সীমিত সময়ের জন্য বিএসএনএল নিয়ে এসেছে এক দুরন্ত অফার। মাত্র ১ টাকাতেই পাবেন নতুন সিম।
2/10
শুধু তাই নয় এই সিমে আপনি পাবেন দৈনিক আনলিমিটেড কলিং এবং ২ জিবি করে ডেটার সুবিধে। তবে এই অফার চলবে শুধু ৩১ অগাস্ট পর্যন্ত।
3/10
১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই অফার যার নাম দেওয়া হয়েছে বিএসএনএল ফ্রিডম অফার।
4/10
বিএসএনএলের তরফে জানানো হয়েছে এই সংস্থার সিম যারা আগে থেকেই ব্যবহার করছেন তারা এই অফারের সুযোগ পাবেন না।
5/10
কেবলমাত্র নতুন গ্রাহক বা নতুন যারা সিম কার্ড নিতে চাইছেন তারাই এই অফারের সুবিধে নিতে পারবেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা।
Continues below advertisement
6/10
এই ফ্রিডম অফার বা আজাদি কা প্ল্যানের সুবিধে পেতে হলে নিকটবর্তী বিএসএনএল রিটেলার বা কমন সার্ভিসেস সেন্টারে যেতে হবে।
7/10
এগুলি আদপে ফিজিক্যাল স্টোর যেখানে আপনি একটি নতুন সিমকার্ড ইস্যু করাতে পারবেন সংশ্লিষ্ট নথির বিনিময়ে।
8/10
বিএসএনএলের ডোরস্টেপ সিমকার্ড ডেলিভারি পরিষেবা যারা ব্যবহার করবেন তাদের জন্য এই ফ্রিডম অফার পাওয়া যাবে কিনা তা নিয়ে বিশদে কিছু জানায়নি সংস্থা।
9/10
বিএসএনএলের ফেয়ার ইউসেজ পলিসি অনুসারে এই অফারের অধীনে গ্রাহকরা যখন তাদের দৈনিক ২ জিবি হাইস্পড ইন্টারনেট শেষ করে ফেলবেন তারপর থেকে ইন্টারনেটের স্পিড নেমে আসবে ৪০ কেবিপিএস-এ। এই অফারের নাম দেওয়া হয়েছে ফ্রিডম অফার।
10/10
সম্প্রতি ৩৩৬ দিনের জন্য ১৪৯৯ টাকা দামে একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে যাতে দৈনিক খরচ হবে গ্রাহকের মাত্র ৫ টাকা।
Published at : 13 Aug 2025 05:47 PM (IST)