BSNL: নতুন বছরে গ্রাহকদের উপহার, সস্তায় আরও ২ রিচার্জ প্ল্যান আনল BSNL
নতুন বছরে গ্রাহকদের বড় উপহার দিয়েছে বিএসএনএল। নতুন দুটি রিচার্জ প্ল্যান হাজির করেছে সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২১৫ টাকা এবং ৬২৮ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল অনেক সস্তায় বেশি সুবিধে দেয়।
এই সস্তার দুটি রিচার্জ প্ল্যানের বৈধতাই রয়েছে ৮৪ দিনের জন্য। ভারতের যে কোনো জায়গায় আনলিমিটেড কলিং পাওয়া যাবে বিনামূল্যে।
এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধেও পাওয়া যাবে। এই প্ল্যানে দিনে মিলবে ৩ জিবি করে ডেটা।
এর সঙ্গে প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধেও পাবেন আপনি। অর্থাৎ ৮৪ দিনে আপনি পাবেন ২৫২ জিবি ডেটা।
বিএসএনএল টিউনস, জিং মিউজিক ইত্যাদি ভ্যালু অ্যাডেড পরিষেবাও আপনি পেয়ে যাবেন এই প্ল্যানের মধ্যে।
তবে ২১৫ টাকার রিচার্জ প্ল্যানের মোট বৈধতা থাকবে ৩০ দিনের জন্য অর্থাৎ এক মাসের জন্য।
এতে গ্রাহকরা দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটার সুবিধে পাবেন, অর্থাৎ এক মাসে ৬০ জিবি ডেটা পাবেন।
বিএসএনএলের গ্রাহকরা সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমেও এই রিচার্জ করতে পারবেন নিজেদের নম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -