BSNL: নতুন বছরে গ্রাহকদের উপহার, সস্তায় আরও ২ রিচার্জ প্ল্যান আনল BSNL

BSNL Mobile Recharge Plans: ২১৫ টাকা এবং ৬২৮ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল অনেক সস্তায় বেশি সুবিধে দেয়।

বিএসএনএলের এই দুই রিচার্জ প্ল্যানে কী সুবিধে ?

1/9
নতুন বছরে গ্রাহকদের বড় উপহার দিয়েছে বিএসএনএল। নতুন দুটি রিচার্জ প্ল্যান হাজির করেছে সংস্থা।
2/9
২১৫ টাকা এবং ৬২৮ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। অন্য সমস্ত বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল অনেক সস্তায় বেশি সুবিধে দেয়।
3/9
এই সস্তার দুটি রিচার্জ প্ল্যানের বৈধতাই রয়েছে ৮৪ দিনের জন্য। ভারতের যে কোনো জায়গায় আনলিমিটেড কলিং পাওয়া যাবে বিনামূল্যে।
4/9
এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধেও পাওয়া যাবে। এই প্ল্যানে দিনে মিলবে ৩ জিবি করে ডেটা।
5/9
এর সঙ্গে প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধেও পাবেন আপনি। অর্থাৎ ৮৪ দিনে আপনি পাবেন ২৫২ জিবি ডেটা।
6/9
বিএসএনএল টিউনস, জিং মিউজিক ইত্যাদি ভ্যালু অ্যাডেড পরিষেবাও আপনি পেয়ে যাবেন এই প্ল্যানের মধ্যে।
7/9
তবে ২১৫ টাকার রিচার্জ প্ল্যানের মোট বৈধতা থাকবে ৩০ দিনের জন্য অর্থাৎ এক মাসের জন্য।
8/9
এতে গ্রাহকরা দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটার সুবিধে পাবেন, অর্থাৎ এক মাসে ৬০ জিবি ডেটা পাবেন।
9/9
বিএসএনএলের গ্রাহকরা সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমেও এই রিচার্জ করতে পারবেন নিজেদের নম্বরে।
Sponsored Links by Taboola